×

যুক্তরাষ্ট্র

ট্রাম্প-পুতিন ফোনালাপ, শেষের পথে ইউক্রেন যুদ্ধ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ এএম

ট্রাম্প-পুতিন ফোনালাপ, শেষের পথে ইউক্রেন যুদ্ধ!

ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়ছেনে তারা। ছবি : সংগৃহীত

   

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। বুধবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ এ আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প।

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ দেড় ঘণ্টার কথোপকথনের বড় সময় জুড়েই ছিল রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রসঙ্গ। পরে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর বিষয়ে একমত হয়ছেনে তারা।

ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে জানান, পুতিনের সঙ্গে তার একটি ‘দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ ফোনালাপ’ হয়েছে। তিনি বলেন, ‘আলোচনায় ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলার ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আরো পড়ুন : কোথায় ট্রাম্প-পুতিন বৈঠক হবে জানাল রাশিয়া

ট্রাম্প লেখেন, আমরা দু’জনেই একমত হয়েছি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যে লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে, তা বন্ধ করতে চাই।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে কথা বলেন ট্রাম্প। জেলেনস্কি জানান, যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় একটি স্থায়ী সমাধানে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ শুরু করেছেন।

ট্রাম্প বলেন, দুই নেতার সঙ্গেই ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমাদের একটা দারুণ ফোনালাপ হয়েছিল। এবং সেটা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও আমার একটা খুব ভালো ফোনালাপ হয়েছে। আমার মনে হয় আমরা শান্তির পথে এগিয়ে যাচ্ছি। প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি চান। আমি শুধু দেখতে চাই মানুষ হত্যা বন্ধ হোক।’

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন বেশ পুরানো। দীর্ঘদিনের শীতল সম্পর্কের বরফ যেন গলতে শুরু করেছে। অবশেষে দীর্ঘ নীরবতার পর হোয়াইট হাউস আর ক্রেমলিনের মধ্যে আবারো যোগাযোগ শুরু হয়েছে।

এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে অবাস্তব বলে মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাধান্য এখন নিজের সীমান্ত সুরক্ষা ও চীনকে মোকাবিলা করা। তাই ইউরোপ কিংবা ইউক্রেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন না তারা।

দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরেই ট্রাম্প বলেছিলেন, তিনি রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান চান। এক মাস যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App