যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা ট্রাম্পের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম

ওভাল অফিসে গিয়ে তিনি এই ঘোষণা দেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওভাল অফিসে ফিরে এই ঘোষণা দেন তিনি। এ সময় বেশ কিছু নির্বাহী আদেশেও সই করছেন ট্রাম্প।
নির্বাহী আদেশ সই করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি একটি বিশাল সিদ্ধান্ত।’
গত নভেম্বরে বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে সোমবার ক্ষমতা গ্রহণ করেন এককালের আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই ট্রাম্প বলেন, আজ বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন তিনি। তার মধ্যে রয়েছে, দক্ষিণে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি। এরপর ওভাল অফিসে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
আরো পড়ুন : ক্ষমতায় এসেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলেন ট্রাম্প