লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই বাড়িঘর

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:১২ এএম

এলাকার একটি জনপ্রিয় শিল্প জাদুঘর গেটি ভিলা মিউজিয়ামের মাঠেও আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে ওই এলাকার অনেক বসত বাড়ি এবং গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ওই এলাকা থেকে প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির।
বুধবার (৮ জানুয়ারি) ভোরের দিকে বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের বিস্তার বাড়তে থাকে। রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা থেকে পর্যন্ত বাতাসের গতি বাড়তে পারে। এতে আগুনের বিস্তার আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মকর্তারা বলছেন, এলাকার একটি জনপ্রিয় শিল্প জাদুঘর গেটি ভিলা মিউজিয়ামের মাঠেও আগুন জ্বলছে, কিন্তু ভবনটির কোনো ক্ষতি হয়নি।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মার্গারেট স্টুয়ার্ট বলেন, পালিসেডস দাবানলে ভিলার মাঠে আগুন লাগলেও ভিলায় আগুন ধরেনি। দমকল কর্মীরা বাড়ি এবং স্থাপনা রক্ষা করার জন্য পুরো অঞ্চলজুড়ে কাজ করছেন।
সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা যাচ্ছে, ভবনের সামনের দিকে আগুন জ্বলছে এবং বিশাল এই ভবনটির পিছনে আগুন ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার এজেন্সি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে দাবানলের সংখ্যা এবং তীব্রতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় শুষ্ক জলবায়ুর কারণে আংশিকভাবে দাবানল প্রবণ অঞ্চল। এর আগেও ২০১৮ সালে উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল।