×

যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আরো ২.৫ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ এএম

ইউক্রেনকে আরো ২.৫ বিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

   

ইউক্রেনকে আবারো বড় অঙ্কের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহে বাইডেন প্রশাসন কিয়েভকে আরো ২.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠাবে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। খবর তাসের।

ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য প্রায় ২.৫ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছেন।

বাইডেন বলেন, আজ (সোমবার) আমি ইউক্রেনের জন্য প্রায় ২.৫ বিলিয়ন নিরাপত্তা সহায়তা ঘোষণা করতে পেরে গর্বিত, কারণ ইউক্রেনের জনগণ তাদের স্বাধীনতা এবং রাশিয়ার আগ্রাসন থেকে স্বাধীনতা রক্ষা করে চলেছে।

আরো পড়ুন : ভুল সিদ্ধান্তে অনুশোচনায় ভুগছেন বাইডেন

বাইডেন আরো বলেছেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে ইউক্রেনকে সহায়তার জন্য কয়েক হাজার গোলাবারুদ এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বিভাগ কয়েক হাজার রকেট এবং শত শত সাঁজোয়া যান সরবরাহের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছ, যা রাশিয়ার বিরুদ্ধে  যুদ্ধে ইউক্রেনের হাতকে আরো শক্তিশালী করবে।

বাইডেন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাবে। 

গত ২৮ ডিসেম্বর ইউক্রেনের জন্য ১.২৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করে বাইডেন প্রশাসন। ১০ দিন আগে ওয়াশিংটন ইউক্রেনকে ৭২৫ মিলিয়ন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, অ্যান্টি-পারসনেল মাইন এবং অন্যান্য অস্ত্র পাঠানোর ঘোষণা দেন বাইডেন।

এবার আরো একটি প্যাকেজ ঘোষণা করল বাইডেন প্রশাসন। গত নভেম্বরে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এর ঠিক একদিন পরেই ইউক্রেনকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন দিতেও রাজি হন বাইডেন।

এদিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ার নিন্দা করেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App