ইউক্রেনকে বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

বর্তমান প্রশাসনের শেষ অবধি ইউক্রেনের জন্য অতিরিক্ত প্যাকেজ প্রদান অব্যাহত রাখবে। ছবি : সংগৃহীত
ইউক্রেনকে সহায়তার জন্য ৫০০ মিলিয়ন ডলারের নতুন আরো একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম রয়টার্স বলছে, ধারণা করা হচ্ছে, নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে যত দ্রুত সম্ভব এই সহায়তা পাঠানোর চেষ্টা করছেন জো বাইডেন। নির্বাচনে ট্রাম্পের বিজয় ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সহায়তা নিয়ে সংশয় সৃষ্টি করেছে। তাই রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য আর বেশি সময় পাবে না বাইডেন প্রশাসন।
মাত্র সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ১২৫ মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে। আর ১০ দিন আগে ওয়াশিংটন ইউক্রেনকে ৭২৫ মিলিয়ন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, অ্যান্টি-পারসনেল মাইন এবং অন্যান্য অস্ত্র পাঠাবে বলে জানিয়েছিল। এবার আরো একটি প্যাকেজ ঘোষণা করলো বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এর আগে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের শেষ অবধি ইউক্রেনের জন্য অতিরিক্ত প্যাকেজ প্রদান অব্যাহত রাখবে।
আরো পড়ুন : মার্কিন ক্ষেপণাস্ত্রে রাশিয়ায় হামলা, তীব্র নিন্দা ট্রাম্পের
গত নভেম্বরে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ঠিক একদিন পরেই ইউক্রেনকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন দিতেও রাজি হন বাইডেন।
এদিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ার নিন্দা করেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তে যুদ্ধের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে।
ট্রাম্প বলেন, যা ঘটছে তা এক ধরনের পাগলামি। এটা মূর্খতা। রাশিয়ায় কয়েকশ মাইল দূর থেকে ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্যাপারে আমি তীব্রভাবে একমত নই। আমাদের এটা করার কারণ কী! আমরা কেবল এই যুদ্ধকে আরো মারাত্মক করছি ও পরিস্থিতির অবনতি ঘটাচ্ছি। এটা অনুমোদন দেয়া উচিত হয়নি।