৭৫ কোটিতে কেনা কলা খেয়ে ফেললেন জাস্টিন!

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম

জাস্টিন সান। ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে ৭৫ কোটি টাকায় বিক্রি হওয়া কলাটি খেয়ে ফেলেছেন তার মালিক জাস্টিন সান। শুক্রবার (২৯ নভেম্বর) হংকংয়ে একটি সংবাদ সম্মেলনের ডাক দেন। এরপর সাংবাদিকদের সামনে নিলামে কেনা দামী কলাটি খেয়ে ফেলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের সবচেয়ে দামী কলাটির মালিক চীনা বংশোদ্ভূত আমেরিকান এবং ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা জাস্টিন সান।
ইতালির শিল্পী মাউরিজিও কাতেলানের ‘কমেডিয়ান’ নামে এক শিল্পকর্মে ঠাঁই পেয়েছিল সে কলাটি। জানা যায়, ইতালির শিল্পী মাউরিজিও কাতেলানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক বাংলাদেশি ফলবিক্রেতার কাছ থেকে কলাটি কিনেছিলেন মাত্র ৩৫ সেন্ট তথা ৪২ টাকা দিয়ে।
এরপর তিনি কলাটি একটি শিল্পকর্ম হিসেবে প্রদর্শনী করেন। ‘কমেডিয়ান’ নামে মাউরিজিওর সেই শিল্পকর্মটি নিলামে বিক্রি হয় ৬২ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৫ কোটি টাকার সমান।
নিলাম হাউস সদবি নিলাম অনুষ্ঠানের আয়োজন করে। তারা প্রত্যাশা করেছিল শিল্পকর্মের এ কলাটি ১০ লাখ ডলারে বিক্রি হবে। তবে সে প্রত্যাশাকে ছাড়িয়ে চীনা বংশোদ্ভূত জাস্টিন সান সেটি কিনে নেন প্রায় ৭৫ কোটি টাকায়। জাস্টিন সোশ্যাল মিডিয়ায় শিল্পকর্ম সংগ্রাহক এবং বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ‘খেলোয়াড়’ হিসেবে পরিচিত।