×

যুক্তরাজ্য

ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম

ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

সিরিয়ার দুটি ঘটনার ওপর তদন্তের ফলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে। ছবি : সংগৃহীত

   

সিরিয়া ও আফগানিস্তানে মোতায়েন করা ব্রিটিশ ১০ ব্রিটিশ সেনার বিরুদ্ধে সেখানে যুদ্ধাপরাধ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত এসব সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তদন্ত শুরু করছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টাইমস।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় যুদ্ধাপরাধের অভিযোগে ব্রিটিশ বিশেষ বাহিনীর ৯ সেনা এবং  আফগানিস্তানে কাজ করা এক ব্রিটিশ সেনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল-মায়াদিনের।

 সিরিয়ার দুটি ঘটনার ওপর তদন্তের ফলে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি মামলায় একজন ব্যক্তি জড়িত, অন্য মামলায় আটজন সৈন্যের জড়িত রয়েছে। তবে, ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দিতে অস্বীকার করেছে মন্ত্রণালয়।

টাইমস জানিয়েছে, প্রাথমিকভাবে তথ্য গোপন করার চেষ্টা করলেও তথ্যের স্বাধীনতা আইনে অনুরোধের পরে চলমান তদন্ত প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন : একদিনে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংস করলো রাশিয়া

সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় একজন নিরপরাধ ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচজন ব্রিটিশ সেনাকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে পারে।

যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে দাবি করছে, মসুলে আইএসকে লক্ষ্য করে অভিযান চালানোর সময় ইরাকের কোনো বেসামরিক মানুষের ক্ষতি হয়নি।

তবে, দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে জানা গেছে, ইরাকে যুক্তরাজ্যের নিখুঁত যুদ্ধ বাস্তবে একাধিক বেসামরিক লোককে হত্যা করেছে।

যুক্তরাজ্যের দাবি, বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র ইরাকে তার নেতৃত্বাধীন মিত্রদের জোট ইরাকি সেনাদের সহায়তা করার সময় শত শত ইরাকি বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

মসুলে ২০১৬ এবং ২০১৭ সালে ব্রিটিশ বাহিনীর পরিচালিত ছয়টি ভিন্ন ভিন্ন বিমান হামলায় অনেক বেসামরিক লোক মারা গিয়েছিল।

ওই হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজন ব্যক্তি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নৃশংস ওই হামলায় তাদের পরিবারের সদস্য, শিশু এবং বেসামরিক অনেক ব্যক্তির মৃত্যু হয়েছিল। 

তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, তাদের বাহিনী ইরাকে কোনো বেসামরিক মানুষ হত্যা করেনি।

যুক্তরাজ্যের এক কর্মকর্তা বলেছেন, এমন কোনো প্রমাণ নেই যে সিরিয়া, ইরাক বা আফগানিস্তানে বেসামরিক মানুষকে হত্যা করেছে। যুক্তরাজ্য সবসময় কঠোর প্রক্রিয়ার মাধ্যমে বেসামরিক হতাহতের ঝুঁকি কমিয়ে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App