×

অন্যান্য

প্রাথমিক বিদ্যালয়ে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি, দ্রুত নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে ৯৫৭২ সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি, দ্রুত নিয়োগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হচ্ছে

   

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি হচ্ছে। গত ১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা যায়, ৯ হাজার ৫৭২ জন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের উদ্দেশে আগামী ৬ মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫৬৬টি সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়, যা যাচাই-বাছাইয়ের পর ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টির জন্য সুপারিশ করা হয়।

নতুন পদগুলো শুধু সেই প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেয়া হবে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা ২৫০-এর বেশি। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের স্মারকের পরিপ্রেক্ষিতে ৯ হাজার ৫৭২টি সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টিতে কিছু শর্ত মানা আবশ্যক। শর্তগুলোর হলো :  

- অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।

- প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সুপারিশ নিতে হবে।

- প্রধান উপদেষ্টার অনুমোদন প্রয়োজন।

- পদ সৃজনের আদেশ জারির আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুমোদন নিতে হবে।

- সৃজিত পদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করতে হবে।

- পদ সৃজনের পৃষ্ঠাঙ্কিত জিওর কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

- জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সব শর্ত মঞ্জুরিপত্রে উল্লেখ করতে হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রাথমিকে এ পদ আগে ছিল না। যেহেতু এটি নতুন পদ, তাই এ পদে নিয়োগের যোগ্যতা, পরীক্ষা এবং বেতন কেমন হবে, এসব বিষয় প্রাথমিকের নিয়োগ নীতিমালায় অন্তর্ভুক্ত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরিই এ পদের নিয়োগবিধি চূড়ান্ত হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই কর্মকর্তা জানান, নিয়োগবিধিমালায় পদটি অন্তর্ভুক্ত হওয়ার পর আর বেশি প্রক্রিয়া থাকবে না। আমরা যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করব। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে এ পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব। 

এই পদ সৃষ্টি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App