×

খেলা

রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে হারিয়ে শীর্ষে লিভারপুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে হারিয়ে শীর্ষে লিভারপুল

ছবি: সংগৃহীত

   

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গতকাল অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। টানা পাঁচ ম্যাচে জয়ের দিনে গতকাল মোহাম্মদ সালাহ পেনাল্টি মিস না করলে বাড়তে পারত জয়ের ব্যবধানও। অন্যদিকে এমবাপ্পের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা রয়েছে ২৪ নম্বরে। অপর ম্যাচে জাগরেবকে ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া। শাখতারের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে পিএসভি, মোনাকোর বিপক্ষে একই ব্যবধানে জিতেছে বেনফিকাও।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকাল ম্যাচের শুরু থেকে পজিশন ধরে রাখার পাশাপাশি আক্রমণেও শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে লিভারপুল। মৌসুমে দুদলের পারফরম্যান্স বিবেচনায় ফেভারিট তকমা নিয়েই এই ম্যাচ খেলতে নামে লিভারপুল। প্রতিপক্ষের ভুলে চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত তারা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডারউইন নুনেজের নেয়া শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও, রাউল আসেন্সিওর পায়ে লেগে বল জালে জড়াতে যাচ্ছিল, স্প্যানিশ এই ডিফেন্ডার নিজেই ক্লিয়ার করেন গোললাইন থেকে। চোটের কারণে ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়া খেলতে নামা রিয়াল প্রথমার্ধে গোলের জন্য ৫টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। এই সময়ে লিভারপুলের ৬ শটের তিনটি লক্ষ্যে ছিল, সবই ঠেকিয়ে দেন কোর্তোয়া। প্রথমার্ধে তাদের আটকে রাখতে পারলেও, বিরতির পর আর পারেনি মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আলেক্সিস ম্যাক আলিস্টারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে লিভারপুলের কনর ব্র্যাডলির হেড ফিরিয়ে দেন তিনি। কিন্তু পরের মিনিটেই তিনি আর জাল অক্ষত রাখতে পারেননি। অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক আলিস্টার। ব্র্যাডলিকে বক্সের বাইরে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন মিডফিল্ডার। এবারের আসরে তার দ্বিতীয় গোল এটি। এরপর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ৫৯ মিনিটে লুকাস ভাসকেজকে লিভারপুলের অ্যান্ডি রবার্টসন বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমবাপ্পের দুর্বল স্পট-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। আগের দিনই লা লিগায় লেগানেসের জালে বল পাঠিয়ে চার ম্যাচের গোলখরা কাটান ফরাসি তারকা। পরের ম্যাচেই আবার ব্যর্থ হয়েছেন সাবেক পিএসজি ফরোয়ার্ড। ৬৯ মিনিটে সালাহকে রিয়ালের ডিফেন্ডার ফেরলেন্ড মেন্দি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় লিভারপুলও। কিন্তু বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় ফরোয়ার্ড। ৭৬তম মিনিটে ব্যবধান বাড়িয়ে রিয়ালের ঘুরে দাঁড়ানোর পথ আরো কঠিন করে তোলেন আট মিনিট আগেই বদলি নামা কোডি গ্যাকপো। রবার্টসনের ক্রস বক্সে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন অরক্ষিত ডাচ ফরোয়ার্ড। চার মিনিট যোগ করা সময়ে সুযোগ পায় দুই দলই। লুইস দিয়াসের শট ঠেকান কোর্তোয়া। ভাসকেজ ও ব্রাহিম দিয়াসের প্রচেষ্টা রুখে জাল অক্ষত রাখেন কেলেহার। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় তুলে নিয়ে ১৫ বছর পর রিয়ালের বিপক্ষে জয়ের দেখা পায় অলরেডরা। ম্যাচে লিভারপুলের দাপটের চিত্র মেলে পরিসংখ্যানেও। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে তারা। সেখানে রিয়ালের ৯ শটের কেবল ৩টি লক্ষ্যে ছিল। রিয়ালের বিপক্ষে লিভারপুলের সবশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডেই। ২০০৯ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ৪-০ গোলে জিতে নিয়েছিল লিভারপুল। তারপর থেকে এবারের আগে দুই দলের ৮ বারের দেখায় ৭টিতেই হারে লিভারপুল, ড্র হয় একটি। যার মধ্যে আছে দুটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারও রয়েছে। চলতি আসরে পাঁচ ম্যাচের সবই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে স্লটের কোচিংয়ে দারুণ ছন্দে থাকা দলটি।

অন্যদিকে, শিরোপা ধরে রাখার অভিযানে নেমে পাঁচ ম্যাচের তিনটিতেই পরাস্ত হয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে নেমে গিয়েছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

এদিকে দিনের অন্য ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে আনহেল ডি মারিয়ার বেনফিকা। শাখতারের বিপক্ষে ২-০ গোলে ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসভি। অ্যাস্টনভিলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে জুভেন্টাস। ড্র করেছে সেলটিক ও ক্লাব ব্রুজও। এছাড়া বোলগনাকে ২-১ গোলে হারিয়েছে লিঁল। গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলের জয় পেয়েছে জাগরেবের বিপক্ষে। এছাড়া জিরোনাকে ১-০ গোলে হারিয়েছে স্ট্রোম গ্রাজ। এবং স্টুটগার্টকে ৫-১ গোলের বড় ব্যাবধানে হারিয়েছে রেডস্টার বেলগ্রেড। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। দুইয়ে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ১৩ ও তিনে থাকা বার্সেলোনা ১২ পয়েন্ট নিয়ে কোয়ার্টারের দৌড়ে এগিয়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App