×

খেলা

নেইমারকে ফিরে পেতে চায় সান্তোস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নেইমারকে ফিরে পেতে চায় সান্তোস

নেইমার

   
যে ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করে বিশ্ব ফুটবলে নিজের প্রতিভার জানান দিয়েছেন নেইমার, সেই ক্লাব আবার ফিরে পেতে চায় এই তারকাকে। শীর্ষ লিগে ফেরার অভিযান সফল হয়েছে সান্তোসের। এবার বড় আরেকটি আশা পূরণের অপেক্ষায় ব্রাজিলের ক্লাবটি। ঐহিত্যবাহী ক্লাবটি ফিরে পেতে চায় তাদেরই গড়ে তোলা তারকা নেইমারকে। তবে সহসা সৌদি আরব ছাড়তে চান না বলে জানিয়েছেন নেইমার। ১১ বছর বয়সে সান্তোসের একাডেমিতে যোগ দিয়েছিলেন নেইমার। ১৭ বছর বয়সে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে তার পথচলা শুরু। ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলো রাঙিয়ে এই ক্লাবে খেলার সময়ই জাতীয় দলে তার অভিষেক ২০১০ সালে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোসে থেকে তিনি পাড়ি জমান বার্সেলোনায়। হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের তারকা। বার্সেলোনা ও পিএসজির হয়ে ১০ বছর ইউরোপিয়ান ফুটবলে কাটিয়ে গত বছর সৌদি আরবের ফুটবলে চলে যান তিনি। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি আগামী জুন পর্যন্ত। সেই চুক্তি শেষে ভবিষ্যৎ নিয়ে ৩২ বছর বয়সি এই তারকা ও তার সৌদি ক্লাবের মনোভাব বোঝার অপেক্ষায় আছে সান্তোস। তবে সান্তোসের চাওয়া স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন ক্লাবের সভাপতি মার্সেলো তেইসেইরা। তিনি জানান, ‘আমাদের ভাবনা পরিষ্কার ও বাস্তবসম্মত। তার (নেইমারের) বাবা এটা জানেন, তার স্টাফরা জানেন। তারা আমাকে চেনেন, সান্তোসকে জানেন। তবে এই মুহূর্তে আমাদের অপেক্ষা করতে হবে, কারণ একটি সক্রিয় চুক্তি তার এখনো আছে।’ ২০১১ সালে নেইমারের অসাধারণ পারফরম্যান্সেই লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবের্তাদোরেসে সান্তোস শিরোপা জিতেছিল ৪৮ বছরের মধ্যে প্রথমবার। ১১ বছর আগে ক্লাব ছেড়ে গেলেও নেইমারের প্রতি সান্তোসের ভালোবাসার কমতি নেই। আগামী রোববার ব্রাজিলের সিরি বি-তে সান্তোসের ম্যাচে নেইমারকে গ্যালারিতে পাওয়ার আশা করছেন বলেও জানালেন ক্লাব সভাপতি। তিনি বলেন, ‘তার জন্য বক্স প্রস্তুত আছে, সব সময়ের জন্যই এটা। সে যদি ব্রাজিলে থাকে, সব সময়ই তাকে স্বাগত।’ সান্তোসের প্রতি অনুরাগও নেইমার প্রকাশ্যে বুঝিয়ে দেন নিয়মিতই। ক্লাবের ম্যাচ দেখার ছবি, ভিডিও নানা সময়ই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সান্তোসের ফুটবলারদের সঙ্গে কথা বলে দলকে উজ্জীবিতও করেন অনেক সময়ই। ১৯১২ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি নিজেদের ইতিহাসে প্রথমবার সিরি আ থেকে নেমে যায় গত বছর। তবে এই বছরই আবার শীর্ষ লিগে ফিরছে তারা। রোববারের ম্যাচ জিততে পারলে সিরি বি-তে শিরোপা জয়ও নিশ্চিত করে ফেলবে পেলের ক্লাব বলে পরিচিত দলটি। গত বছর আল হিলালে যোগ দেয়ার পরপরই গুরুতর চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে পড়েন নেইমার। এক বছর পর ফিরে দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে টান লাগায় আবার বাইরে যেতে হয় তাকে। এই দফায় তার মাঠে ফিরতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App