চ্যানেল আইতে সাফজয়ী নারী ফুটবলাররা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দল এসেছে চ্যানেল আই ভবনে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার কিছু পর বাফুফের বাসে বীরকন্যারা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়ে স্টুডিওতে প্রবেশের আমন্ত্রণ জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এ সময় সঙ্গে ছিলেন বাফুফের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। টানা দ্বিতীয়বার সাফ জিতে পরদিন ঢাকায় পৌঁছানোর পর মেয়েদের সংবর্ধনা দিয়ে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মতিঝিলে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। সেদিনই চ্যাম্পিয়নদের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন অন্তর্র্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার ১১ দিনের মাথায় চেক বুঝেও পেয়েছেন সাবিনা খাতুনরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফজয়ী মেয়েদের জন্য ২০ লাখ টাকা এবং বাফুফে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে।
এছাড়া গত ২ নভেম্বর অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাসভবন যমুনায় মেয়েদের দলকে সংবর্ধনা দিয়েছেন। বিজ্ঞপ্তি