×

খেলা

এল ক্লাসিকোর আগে চোটে রদ্রিগো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এল ক্লাসিকোর আগে চোটে রদ্রিগো
   

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই ম্যাচের পর জোড়া দুঃসংবাদ পেয়েছে তারা। ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন দলটির ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। আগামী ২৭ অক্টোবর লা লিগায় চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল। তার আগে চোটের ধাক্কা লেগেছে রিয়ালশিবিরে। একইভাবে বাম পায়ের পেশিতে চোটের কারণে সেদিন প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা।

ডর্টমুন্ডের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে ৮৩তম মিনিটে পায়ে ব্যথা অনুভব করায় উঠে যান রদ্রিগো। পরবর্তীতে তার ঊরুতে চোটের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে রদ্রিগোর চোট কতটা গুরুতর- সেটি জানা যাবে আজ এমআরআই স্ক্যান করানোর পর। এতটুকু নিশ্চিত যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তার এল ক্লাসিকোয় খেলা হচ্ছে না। ফলে তার জায়গায় উন্নীত হতে পারেন জুড বেলিংহাম। সঙ্গে থাকবেন ভিনিসিয়ুস ও কিলিয়ান এমবাপ্পে। এছাড়া মিডফিল্ডে হয়তো জায়গা বদল হতে পারে এদুয়ার্দো কামাভিঙ্গা কিংবা অঁরেলিয়ে চুয়ামেনিদের।

অন্যদিকে, গোলবারে নিজেদের বড় ভরসা কোর্তোয়ার না থাকাটাও বড় ধাক্কা রিয়ালের জন্য। কুঁচকিতে চোটের কারণে তিনি দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন, যা নিঃসন্দেহে আনচেলত্তির জন্য বড় চিন্তার কারণ। বার্সেলোনা ম্যাচের পরই রিয়াল ২ নভেম্বর ভ্যালেন্সিয়া, এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলান এবং ৯ নভেম্বর লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলবে। অর্থাৎ এসব ম্যাচে কোর্তোয়াকে না পাওয়ার সম্ভাবনা বেশি রিয়ালের।

এর আগের মৌসুমেও এসিএল ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় সাবেক এই বেলজিয়াম তারকাকে পায়নি রিয়াল। সে সময় গোলবার সামলানো আন্দ্রে লুনিন আবারো একাদশে ফিরবেন কোর্তোয়ার ইনজুরির কারণে। এছাড়া ম্যাচশেষে অস্বস্তিতে ভুগেছেন উরুগুয়ের তারকা ফেডে ভালভার্দেও।

লা লিগায় বর্তমানে বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে আছে লা লিগায়। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৪, সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২৭। এই ম্যাচে জিতে লা লিগায় পয়েন্ট ব্যবধান শূন্যে নামিয়ে আনার বেশ ভালো একটি সুযোগ রয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App