জমে উঠেছে বাফুফের নির্বাচনী কার্যক্রম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। তফসিল ঘোষণার পর এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন প্রার্থীরা। আসন্ন নির্বাচনে সভাপতি পদের মনোনয়ন কিনেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক তাবিথ আউয়াল। এরই মধ্যে প্রচারণাও শুরু করলেন সাবেক এই ফুটবলার। সভাপতি পদে তাবিথের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করছেন এম মিজানুর রহমান চৌধুরী, শাহাদাত হোসেন ও আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। এদিকে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সিনিয়র সহসভাপতি পদের মনোনয়ন কিনেছেন তরফদার রুহুল আমিন। এদিকে নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র কিনেছেন চারজন নারী। তারা নির্বাচন করবেন নির্বাহী কমিটির সদস্য পদে।
গতকাল প্রথম দিনের প্রচারণা করেছেন সভাপতি পদপ্রার্থী তাবিথ আউয়াল। নিজে যেহেতু ফুটবলার ছিলেন, তাই আবেগের জায়গা সেই ফুটবল থেকেই শুরু করলেন প্রচারণা। প্রচারণার প্রথম দিনে রাজধানী বাড্ডার বেরাইদে ফর্টিস ফুটবল ক্লাবের মাঠে ফুটবল খেলার আয়োজন করেন তাবিথ আউয়াল। বিকালে সেখানে সাবেক ছেলে ও মেয়ে ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় ফুটবলারদের পাশে থাকা ও দেশের ফুটবলকে উন্নতির কথা ব্যক্ত করেন তাবিথ আউয়াল।
এদিকে এবারের বাফুফে নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আছেন চারজন নারী। বর্তমান নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করা অন্য তিন নারী হলেন-বিক্রমপুর কিংসের সহসভাপতি তাসমিয়া রেজোয়ান বিনতি, গাইবান্ধা জেলা ফুটবল অ্যাসোসিয়েশেনের সদস্য মাহমুদা খাতুন অদিতি ও বাফুফের বর্তমান টেকনিক্যাল কমিটির সদস্য রওশন আখতার হায়দার ডেইজি।
নারী ফুটবলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। জাতীয় দলের পাশাপাশি এ সময়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৬ দলও সাফের চ্যাম্পিয়ন। দেশের নারী ফুটবলের উন্নতির পেছনে বড় অবদান মাহফুজা আক্তার কিরণের। তিনি দুইবার ফিফার কাউন্সিল মেম্বারও ছিলেন। ২০১৬ সালে প্রথমবারের মতো বাফুফের নির্বাচনে নারী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন মাহফুজা আক্তার কিরণ ও কামরুন নাহার ডানা। সেবার সদস্য পদে কিরণ জিতলেও হেরে যান ডানা। ২০২০ সালে একমাত্র নারী প্রার্থী ছিলেন মাহফুজা আক্তার কিরণ। তিনি বিজয়ী হয়েছিলেন সদস্য পদে।
এদিকে সভাপতির পদে নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সিনিয়র সহসভাপতি পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন তরফদার রুহুল আমিন। এদিকে বাফুফের ২১ জনের কার্যনির্বাহী কমিটির ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়া ১০ জনই এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন না। বাফুফের বর্তমান কমিটির মাত্র ১১ জন পুনরায় নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন।