×

খেলা

বাংলাদেশের জার্সিতে খেলবেন হামজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের জার্সিতে খেলবেন হামজা

হামজা চৌধুরী

   

হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেন। তার পরিবার বাংলাদেশি। পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে প্রথমে প্রয়োজন পাসপোর্ট। বাফুফে ও তার পরিবার যৌথ প্রচেষ্টায় পাসপোর্ট করেছে।

ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নপূরণে এগিয়ে গেলেন আরেক ধাপ। বাংলাদেশের ন্যাশনাল আইডি, পাসপোর্ট তৈরির পর অনাপত্তিপত্র চেয়ে বাফুফে আবেদন করেছিল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে। এফএ বাফুফেকে সেই অনাপত্তিপত্র দিয়েছে। গতকাল সেটা নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। পরের ও শেষ ধাপ ফিফার অনুমতি। এর জন্য বাফুফে এরই মধ্যে ফিফার কাছে চিঠি লিখেছে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই লাল-সবুজ জার্সিত খেলতে পারবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। গতকাল বাফুফে ভবনে ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা অনেকদিন থেকেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে যেহেতু ইংল্যান্ডের দলে খেলেছে, এজন্য তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটা ভিন্ন। ইতোমধ্যেই হামজার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। এরপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ছাড়ার বিষয়ে আনাপত্তিপত্র দিয়েছে। এখন আমরা সেই অনাপত্তিপত্র ফিফায় জমা দিয়েছি। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।’

ফিফা থেকে মাসখানেকের মধ্যেই অনুমতি মিলবে, এমনটাই আশা বাফুফে সাধারণ সম্পাদকের। তিনি বলেন, ‘আশা করছি সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই ফিফা থেকে অনুমতি পাওয়া যাবে। সব কাগজই দেয়া হয়েছে। ফিফা অনুমতি দেবে এমনটাই আমাদের প্রত্যাশা।’

আগামী ১১-১৯ নভেম্বর ফিফা উইন্ডোতে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। সব ঠিক থাকলে নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজাকে। এমনটাই প্রত্যাশা বাফুফের সাধারণ সম্পাদকের।

২০১১-১২ মৌসুমে, ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটির সংরক্ষিত দল এবং একাডেমিতে খেলার মাধ্যমে হামজা ফুটবল জগতে প্রবেশ করেন। ২০১৫-১৬ মৌসুমে, লেস্টার সিটির মূল দলে অন্তর্ভুক্ত হলেও একটিও ম্যাচ না খেলে ধারে বার্টন আলবিয়নে যোগদান করেন, যেখানে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড় জীবনের প্রথম ম্যাচ খেলেন। বার্টন আলবিয়নে তিনি ২টি মৌসুম অতিবাহিত করেন, যেখানে তিনি ২৬টি ম্যাচ খেলেন। ২০১৭-১৮ মৌসুমে, তিনি বার্টন আলবিয়নের হয়ে ধারের খেলা শেষ করে পুনরায় লেস্টার সিটিতে যোগদান করেন। ২০২২-২৩ মৌসুমে, তিনি ধারে লেস্টার সিটি থেকে ইংরেজ ক্লাব ওয়াটফোর্ডে যোগদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App