×

খেলা

ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়

মনন রেজা নীড়

   

হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছে বাংলাদেশি ১৪ বছর বয়সি খুদে দাবাড়– মনন রেজা নীড়। তবে টুর্নামেন্টের দশম রাউন্ডে দলীয়ভাবে ইসরায়েল বিপক্ষে ১-৩ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। এদিকে ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে দশম রাউন্ডের খেলা বয়কট করেন বাংলাদেশ গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজিব। ফলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশন।

হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে শনিবার ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় দেশটির গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছেন। ফিদে মাস্টার নীড় বাংলাদেশের দাবার অন্যতম প্রতিভা। প্রথমবার অলিম্পিয়াডে সুযোগ পেয়ে তিনি নিজের যোগ্যতার প্রমাণ করে চলছেন। এবার ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে (২৫৪৩ রেটিং) হারিয়ে চমক দেখিয়েছেন নীড়। এর আগে ইসরায়েল দশম রাউন্ডে প্রতিপক্ষ হওয়ায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব নাম প্রত্যাহার করেন। ফলে চার বোর্ডের মধ্যে তিন বোর্ডে খেলা হয়েছে। চতুর্থ বোর্ডে তাহসিন তাজওয়ার জিয়া প্রতিদ্ব›িদ্বতা করতে পারেননি সেই অর্থে। প্রথম বোর্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খানিকটা লড়াই করে হেরেছেন। ফাহাদ গতকাল ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করলে জিএম নর্ম পেতেন। ওপেন বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারে। অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হারে ৩.৫-০৫ গেম পয়েন্টে। টানা ছয় বোর্ড জেতার পর ৮২ বছর বয়সি আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ গতকালই প্রথম হেরেছেন।

এদিকে ইসরায়েলের বিপক্ষে এভাবে না খেলার ঘোষণা দেয়ায় গ্র্যান্ডমাস্টার রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। দশম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল নির্ধারিত হলে ফেসবুকে পোস্ট দিয়ে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জানান, ইসরায়েলের বিপক্ষে তিনি খেলবেন না। ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম।’

তবে খেলার জন্য অনুরোধ করা হলেও নিজের সিদ্ধান্তে রাজীব অটল ছিলেন। এ তথ্য জানিয়ে বুদাপেস্ট থেকে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম গণমাধ্যমকে বলেন, ‘রাজীব খেলবে না ঘোষণার পর আমরা ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। সচিব আমাদের জানিয়েছেন, ইসরায়েল এই টুর্নামেন্টে খেলছে জেনেই সরকার বাংলাদেশ দাবা দলকে জিও (সরকারি আদেশ) দিয়েছে। খেলোয়াড়রা জানতেন ইসরায়েল এই টুর্নামেন্টে খেলছে। কোনো খেলোয়াড় ইসরায়েলের বিপক্ষে খেলতে না চাইলে তিনি আগে বলেনি কেন? সচিব আমাদের বলেছেন, কেউ না খেললে আমরা যেন দেশে ফিরে রিপোর্ট দিই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। ক্রীড়া পরিষদ ব্যবস্থা নেবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App