×

খেলা

টেস্ট সিরিজ

লিটনের ভাবনায় এবার ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লিটনের ভাবনায় এবার ভারত

ছবি: সংগৃহীত

   

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। পাক বধের পর এবার ভারতের বিপক্ষে সিরিজের দিকেই নজর বাংলাদেশের। হাতে মাত্র দুই সপ্তাহের বিরতি পেয়েও মিরপুরে অনুশীলনের ব্যস্ত সময় পার করছে টাইগাররা। তাই পাকিস্তান সিরিজের সাফল্য ভুলে এবার ভারতের বিপক্ষে সিরিজে অধিক মনোযোগ দিতে চান লিটন। এদিকে সিরিজে ব্যবহৃত হতে যাওয়া এসজি বলে নিজেদের প্রস্তুতির কথাও জানান তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে বাংলাদেশ ব্যাটার লিটন দাস অবশ্য পা মাটিতেই রাখছেন। পাকিস্তান সিরিজে দুর্দান্ত সাফল্যের পর ভারত সিরিজ অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস সঙ্গী আছে জানিয়ে তিনি এটাও বলেন, ভারতের বিপক্ষে খেলাটা কোনো চাপ নয়, বরং অনুপ্রেরণা।

ভারতের মতো বড় দলগুলোর বিপক্ষে খেলা মানেই যেহেতু দর্শকপ্রত্যাশা সীমাহীন বেড়ে যাওয়া। এই ব্যাপারে লিটন বলেছেন, ‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’

পাকিস্তানকে তাদেরই মাঠে ২-০ তে সিরিজ হারিয়ে আসার পর লিটনের মুখে টেস্ট ক্রিকেট ভালো খেলার দাবিটাকে বাড়াবাড়ি বলা যায় না। অবশ্য লিটন বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে।’ অতীত হলেও ভারত সফরে পাকিস্তান জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস বড় শক্তি হবে বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট শেষ হয়েছে ৩ সেপ্টেম্বর। এর ১৬ দিন পর ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশ দল দাঁড়াবে ভারতের সামনে।

এদিকে পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্সে অনেকগুলো উন্নতির রেখা ফুটে উঠেছে, যার অন্যতম খারাপ অবস্থা থেকে ফিরে এসে টেস্টে চালকের আসনে বসা। এই ব্যাপারে লিটন অবশ্য বলেছেন, এই জায়গায় আরো উন্নতি করার চেষ্টা করবেন তারা। ড্রেসিংরুমের আলোচনায়ও থাকে সেসব পরিকল্পনা। টেস্টে ইদানীং কিছুটা আক্রমণাত্মক লিটনের ব্যাট। তার চোখে অবশ্য এটা সময়েরই দাবি, ‘আমার কাছে যেটাকে রান করার বল মনে হয়, আমি ওটাতেই রান করার চেষ্টা করি। যে কোনো ফরম্যাটেই এখন মানুষ রানটাকে বেশি প্রাধান্য দেয়। তাতে আউটের সম্ভাবনা বেশি থাকলেও সঙ্গে রান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।’

শট খেলার পেছনে তার আরেকটি যুক্তি, ‘আমি যে জায়গায় নামি, সঙ্গে হয়তো মিরাজকেই পাই। ওপর থেকে সাকিব ভাই, মুশফিক ভাই কাউকে পেতে পারি বা টপ অর্ডারের কেউ। তাই আমি যদি একটু শট না খেলি, দলের স্কোর বাড়বে না। আমি এভাবেই খেলতে চাই।’ লিটনের টেস্টের অনুশীলনেও দেখা যায় সেই চেষ্টা।

এদিকে ভারত তাদের হোম সিরিজে নিজেদের দেশের হাতে তৈরি করা এসজি বল ব্যবহার করে থাকে। টাইগাররা অধিক পরিচিত কোকাবুরা বলের সঙ্গে। কোকাবুরার চেয়ে এই বল কিছুটা ভিন্ন। এসজি বলে খাড়া সিম দেখা যায়, কিছুটা ভারীও বটে। এখানে বলের উজ্জ্বলতা ধরে রাখাটাও একটু কঠিন। যে কারণে ফিল্ডারদের বলটাতে বাড়তি যতœ করতে হয়।

এসজির আরেক বড় বিশেষত্ব এর সুইং। বলটি ইনিংসের একেবারে শুরুতে সুইং না করলেও ৫-৬ ওভার পর সুইং শুরু হয়। অন্যদিকে সাধারণত কোকাবুরা বলগুলো উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। এর ফলে ম্যাচের শুরু থেকে বাড়তি সুইং পায় পেসাররা। আবার বলটি পুরোনো হয়ে গেলে বেশি সুবিধা পায় ব্যাটাররা। এসজি বলে খেলা প্রসঙ্গে লিটন বলেন, ‘এই বলে খেলা কিছুটা কঠিন। বিশেষ করে কোকাবুরাতে নতুন বল খেলা কঠিন, পুরোনো বলে খেলা একটু সহজ। কিন্তু এসজিতে নতুন বলে খেলা তুলনামূলক সহজ, পুরোনো বলে খেলাই কঠিন।’ অবশ্য যে সিরিজে যে বলে খেলা হয় সেই সিরিজের অনুশীলনটাও সেই বলেই করে বাংলাদেশ দল। ভারতে টেস্ট হবে এসজি বলে, টি-টোয়েন্টি কোকাবুরা বলে। মিরপুরে টেস্টের অনুশীলনটা তাই হচ্ছে এসজি বলেই। আবার টি-টোয়েন্টির অনুশীলনে থাকে কোকাবুরা বল। এসজি বলে অনভ্যস্ততার কথা মাথায় রেখে অবশ্য পাকিস্তান সফরের সময়ও একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা লাল বলের অনুশীলন করেছেন এসজি বলে। পাকিস্তানে এবং এখন ঢাকায়ও দলের মূল বোলারদের বল খেলেই হচ্ছে সে অনুশীলন। ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এই প্রস্তুতি কিছুটা হলেও কাজে দেবে লিটন-নাজমুলদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App