×

শেষের পাতা

বিপাকে আমদানিকারকসহ কয়েক হাজার শ্রমিক

Icon

মো. সাজ্জাদ হোসেন শাহ্/রাহাদ হাসান মুন্না, সুনামগঞ্জ ও তাহিরপুর থেকে :

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিপাকে আমদানিকারকসহ কয়েক হাজার শ্রমিক
   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন থেকে বন্ধ হওয়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন শুল্ক স্টেশন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া, চারাগাও এবং বীরেন্দ্রনগর (বাগলী) দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে এ তিন শুল্ক স্টেশনের আমদানিকারক ও শ্রমিকরা হতাশায় পড়েছেন।

তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতিকে পরিবর্তিত পরিস্থিতিতে সক্রিয় রাখার জন্য দুই দিন আগে আমদানিকারকরা নতুন কমিটিও করেছেন। বড়ছড়া কাস্টম অফিসের কর্মকর্তা-কর্মচারীরা গত বৃহস্পতিবার থেকে অফিসেও যোগদান করেছেন। কিন্তু ভারতীয় রপ্তানিকারকরা গত শনিবার পর্যন্ত এ তিন সীমান্ত দিয়ে রপ্তানি শুরু করেননি। ফলে এ তিন শুল্ক স্টেশনও সচল হয়নি।

বড়ছড়া শুল্ক স্টেশনের আনলোড শ্রমিক নিজাম উদ্দিন বলেন, এমনিতেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে তিনটি শুল্ক স্টেশনে আমদানি কার্যক্রম গত এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় তিন শুল্ক স্টেশনের কয়েক হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।

আমদানিকারক মুজিবুর রহমান তালুকদার বলেন, গত ৭ দিন ধরে তিন শুল্ক স্টেশনে আমদানি কার্যক্রম বন্ধ থাকায় আমদানিকারকসহ হাজার হাজার শ্রমিক বিপাকে পড়েছেন।

আমদানিকারক সমিতির নতুন সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাজী খসরুল আলম বলেছেন, গত শুক্রবার সুনামগঞ্জের লাগোয়া মেঘালয়ের এমএলএ ফিউস মার উইনের সঙ্গে কথা বলেছি। তিনিও একজন রপ্তানিকারক। আমরা বলেছি আমাদের কাস্টমস কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত রয়েছে।

গত বৃহস্পতিবার থেকেই কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন। রপ্তানি শুরু হতে কোনো সমস্যা নেই। ফিউস মার উইন আমার কাছে জানতে চেয়েছেন- ভারতীয় চুনাপাথরবাহী ট্রাক নিরাপদে বাংলাদেশে পৌঁছাবে কি না- আমি তাকে বলেছি, বড়ছড়া, চারাগাঁও ও বাগলীসহ পুরো সুনামগঞ্জেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তিনি সোমবার চুনাপাথরবাহী গাড়ি বাংলাদেশে পৌঁছাবে বলে আমাকে আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন আমদানিকারক সমিতির সভাপতি।

বড়ছড়ার শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন ভোরের কাগজকে বলেন, ঈদের ছুটির আগে পর্যন্ত কয়লা আমদানি হয়েছে। এরপর আর হয়নি। গত ৫ আগস্ট থেকে পাথর আমদানিও বন্ধ হয়ে গেছে। ভারতের মেঘালয়ের রপ্তানিকারকরা ট্রাক ছাড়ছেন না। কেন ছাড়ছেন না তা আমরা বলতে পারব না। আমরা প্রস্তুত রয়েছি তারা ট্রাক ছাড়লে এপারে ট্রাক আসায় কোনো সমস্যা নেই। এ বিষয়ে ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে আমদানিকারকদেরই কথা বলতে হবে।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া ভোরের কাগজকে বলেন, আমদানি কার্যক্রম সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসাও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মেঘালয় সরকারের অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন। একই বছরের ৬ মে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় মুখ্যসচিব এ ব্যাপারে প্রতিটি জেলায় নির্দেশ জারি করেন।

এ নির্দেশে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয়ের জেলা প্রশাসকদের। এ কারণে ২০১৪ সালের ১৩ মে থেকে মেঘালয়ের সীমান্ত জেলাগুলোয় কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কবন্দর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া-চারাগাঁও ও বীরেন্দ্রনগর (বাগলী) এবং সিলেটের শুল্ক স্টেশনের আমদানিকারকদের দুর্দিন যাচ্ছে।

রপ্তানিকারকরা আইনি লড়াই করে প্রায় ১০ বছর ধরে বছরে দুয়েক মাস কয়লা আমদানি করেছেন। বছরের বেশির ভাগ সময় কয়লা আমদানি বন্ধ থাকে বন্দরগুলোতে। তবে কয়েক বছর ধরে এ তিন শুল্ক স্টেশন দিয়ে চুনাপাথর আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন কোনো কোনো আমদানিকারক। গত ৫ আগস্টের পর এটিও বন্ধ হয়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App