এখনো শুরু হয়নি প্রস্তুতি, খানিকটা কাটছাঁটের চিন্তা

কামরুজ্জামান খান
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন বছরে পুলিশ সপ্তাহ কবে শুরু হবে তা এখনো চূড়ান্ত হয়নি। প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) ও বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং পিপিএম (সেবা) ও বিপিএম (সেবা) মূল্যায়ন সভাও হয়নি। ভালো কাজ এবং সাহসিকতার স্বীকৃতির জন্য পুলিশ সদস্যদের এসব পদক দেয়া হয়। এবার আইজি ব্যাচের জন্য নাম চূড়ান্তের কাজও শুরু হয়নি। শিল্ড প্যারেড নিয়ে কাজ এগোয়নি।
এ অবস্থায় এবার পুলিশ সপ্তাহ কবে কীভাবে হবে তা কারো কাছেই পরিষ্কার নয়। অন্যান্য বছর ডিসেম্বর মাস থেকে হেডকোয়ার্টার্সে পুলিশ সপ্তাহের প্রস্তুতি ও সভা শুরু হলেও এবার তা শুরু হয়নি। তবে এবার অতীতের মতো জাঁকজমকপূর্ণ পুলিশ সপ্তাহ উদযাপন করা হবে না। কুচকাওয়াজ ছাড়া অন্যসব অনুষ্ঠানে ব্যাপক কাটছাঁট হতে পারে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানিয়েছেন, পুলিশ সপ্তাহের ব্যাপারে এখনো কোনো আলোচনা শুরু হয়নি। কবে নাগাদ এর কার্যক্রম শুরু হবে তাও ঠিক হয়নি।
পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। পুলিশকে জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে নানাবিধ উদ্যোগ নিচ্ছেন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশ বাহিনীতে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে সংস্কারের মাধ্যমে পুলিশ আবার ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা নিয়ে কাজ করছেন তিনি। দায়িত্ব নিয়ে পুলিশ মহাপরিদর্শক তার প্রটোকলও সংক্ষিপ্ত করেছেন। পুলিশ সপ্তাহে আপ্যায়ন ও আনন্দ আয়োজনে ব্যয় কামানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
এদিকে পুলিশ সপ্তাহে পদক দেয়া নিয়ে বরাবরই বিতর্ক থেকে যায়। নানা বিবেচনায় মাঠ পুলিশের চেয়ে কর্মকর্তারা পদকপ্রাপ্তিতে গুরুত্ব পেয়ে থাকেন এমন অভিযোগ পুরনো। পরিবর্তিত প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স পুরনো বদনাম ঘুচাতে চায়। স্বচ্ছ প্রক্রিয়ায় পদকপ্রাপ্তি নিশ্চিত করতে চায় তারা।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি ৬ দিনব্যাপী পুলিশ সপ্তাহ উদযাপন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন। পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি ও প্রগতির বাংলাদেশ’। শেখ হাসিনা খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।