×

প্রথম পাতা

টি-টোয়েন্টি সিরিজ

উইন্ডিজে বিজয় উৎসব করল টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উইন্ডিজে বিজয় উৎসব করল টাইগাররা
   

সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেহেদী হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ৭ রানের নাটকীয় জয় পেয়েছে টাইগাররা। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মহান বিজয় দিবসটি জয় দিয়ে রাঙিয়েছে লিটন-মেহেদীরা। ব্যাট হাতে ২৪ বলে অপরাজিত ২৬ রান করার পর বল হাতে ১৩ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক হয়েছেন মেহেদী। আগামী ১৮ ডিসেম্বর কিংসটাউনে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট ভিনসেন্টে গতকাল শেষ ওভারে জয়ের জন্য ১০ রানের প্রয়োজন ছিল স্বাগতিক উইন্ডিজদের। বল হাতে প্রথম দুই বলে মাত্র ১ রান দেন হাসান মাহমুদ। তৃতীয় বলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দেন রোভম্যান। চতুর্থ বলে বাই থেকে আসে ১ রান। পঞ্চম বলে আলজারি জোসেফকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে গুটিয়ে বাংলাদেশকে জয় এনে দেন হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচে হারের বৃত্ত ভেঙে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ৫টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে ৬০ রান করেও দলের হার রুখতে পারেননি দলনেতা রোভম্যান। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। ব্র্যান্ডন কিংকে ১ রানে বিদায় করেন পেসার তাসকিন আহমেদ। পরের ওভারেই নিকোলাস পুরানকে ১ রানে থামান স্পিনার মেহেদী। দলকে চাপমুক্ত করার চেষ্টা করেছিলেন জনসন চালর্স ও চেজ। কিন্তু ১২ বলে ২০ রান করা চার্লসকে শিকার করেন মেহেদী। ৩৩ রানে তৃতীয় উইকেট পতনের ব্যাটিং ধস নামে ওয়েস্ট ইন্ডিজের। ৬১ রানে পৌঁছাতেই সপ্তম উইকেট হারায় ক্যারিবীয়রা। আন্দ্রে ফ্লেচারকে শূন্য ও চেজকে ৭ রানে মেহেদী, গুদাকেশ মোতিকে ৬ রানে পেসার তানজিম হাসান সাকিব এবং পরের ওভারে আকিলকে ২ রানে আউট করেন স্পিনার রিশাদ হোসেন। শেফার্ড ও চেজের জুটিতে জয়ের সম্ভাবনা জাগালেও হাসানের দুর্দান্ত বোলিংয়ে তা আর সম্ভব হয়নি। ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মেহেদী।

গতকাল বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েন লিটন দাস। সেন্ট ভিনসেন্টে গতকাল লিটন ৪টি ক্যাচ নেয়া ছাড়াও ১টি স্টাম্পিং করেছেন। এতে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের এবং নিজের রেকর্ড ভাঙেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দ্রুত ৩ উইকেট হারানোর পর সৌম্য ও জাকের আলির ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নবম ওভারে ৫০ রান পূর্ণ হয় টাইগারদের। সৌম্যর সঙ্গে ৪২ বলে ৫৭ রান যোগ করেন জাকের। ৩২ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪৩ রান করেন সৌম্য। ১৫ ওভারে ৯৬ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৪৯ রানের জুটিতে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন মেহেদী হাসান ও শামীম হোসেন। ১টি চার ও ৩টি ছক্কায় ১৩ বলে ২৭ রান করেন শামীম। ২টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে অপরাজিত ২৬ রান করেন মেহেদী। এরপর বল হাতে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্পিনার শেখ মেহেদী হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App