×

মেলা

বলিউডে হরিহরণের ৫০ বছর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বলিউডে হরিহরণের ৫০ বছর

গায়ক হরিহরণ

   

বলিউডের অন্যতম খ্যাতনামা গায়ক হরিহরণ। ৯০-এর দশকের একাধিক সুপারহিট তারই দান। বারবার তার সুরের জাদুতে তিনি মুগ্ধ করেছেন তার অনুরাগীদের। আর এ গায়কের বলিউডে ৫০ বছর পূর্ণ হয়ে গেল।

১৯৫৫ সালে দুই জনপ্রিয় ক্লাসিক্যাল শিল্পী এইচ এ এস মণি এবং আলামেলু মণির সংসারে জন্মগ্রহণ করেন হরিহরণ। বাবা-মা দুজনই সংগীত শিল্পী হওয়ার দরুন এটা কিছুটা স্বাভাবিক ছিল যে তিনিও এই পথেই আসবেন। গানের পরিবেশেই তিনি ছোট থেকে বড় হয়েছেন। সেই বিষয়ে কথা বলতে গিয়ে গায়ক পিটিআইকে জানিয়েছেন, ‘আমার বাড়িতে গান খালি একটা শিল্পী ছিল না কখনই। এটা জীবনযাপনের একটা মাধ্যম। ছোটবেলায় বুঝিনি কিন্তু ক্লাসিক্যাল মিউজিসিয়ানদের পরিবারে জন্মগ্রহণ করা এবং বড় হয়ে ওঠা সত্যিই একটা আশীর্বাদের মতো।’

তিনি এদিন আরও জানান, ‘আমার ছোটবেলার স্মৃতিতে ভোরবেলা রাগ, রাগিণী প্র্যাকটিস করা আর চায়ের সুবাসে ভরে থাকত।’

কিন্তু বলিউডে এই ৫০ বছর কেমন কাটল তার? সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘এটা একটা ভালো লাগা, অধ্যবসায়, আমার দর্শকদের সঙ্গে আমার নিবিড় যোগাযোগের একটা সোফির। এই মিউজিক ইন্ডাস্ট্রিতে ৫০ বছর কাটিয়ে ফেললাম যে সেটা ভাবতেই পারছি না।’

এত বড় একটা মাইলফলক ছোঁয়ার আনন্দে আজ ৩০ নভেম্বর হরিহরণের কনসার্ট আছে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে। সেই কনসার্টের নাম ৫০ বছর লিগ্যাসি কনসার্ট। সেই কনসার্ট প্রসঙ্গে তিনি এদিন জানান, ‘এই কনসার্ট আমার শ্রদ্ধা আমার সমস্ত শ্রোতাদের, তাদের সঙ্গে আমার যোগাযোগকে।’

হরিহরণ জানিয়েছেন শিল্পের প্রতি অসীম শ্রদ্ধা থাকলেও, তার ক্লাসিক্যাল সংগীতের প্রশিক্ষণ তাকে শিখিয়েছে যে গান খালি পারফরমেন্সের ব্যাপার না। এটা নিজেকে সমর্পণের ব্যাপার।

প্রসঙ্গত হরিহরণ ১৯৭৪ সালে আজিব সা নেহা গানের মাধ্যমে পথ চলা শুরু করেন এই ইন্ডাস্ট্রিতে। এই গানটি মুজফফর আলির গমন ছবিতে ছিল। এ ছাড়া রোজা, জিন্স, হামসে হ্যায় মুকাবলা, বম্বে, রঙ্গিলা, মাচিস, দিল তো পাগল হ্যায়, তাল, গুরু, ইত্যাদির মতো কালজয়ী ছবির জন্য গান গেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App