×

মেলা

অকপট অনন্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অকপট অনন্যা

অনন্যা পাণ্ডে

   

আদিত্য রায় কাপুরকে যে মন-প্রাণ দিয়ে ভালোবাসতেন চাঙ্কিকন্যা অনন্যা পাণ্ডে, তা মাঝে মধ্যেই অনন্যার চোখেমুখে প্রকাশ পায়। আর তাই তো যখনই প্রেম নিয়ে কথা বলতে শুরু করেন অনন্যা, তখনই কথায় কথায় পুরনো প্রেম, সেই প্রেমের ঠিক-ভুল এবং হাজার ট্রাই করার পরও ব্যর্থ হওয়ার কথা অনর্গল বলে চলেন অনন্যা। কফি উইথ করণ শোয়ে এসেও প্রেম এবং জীবন দর্শন নিয়ে বিস্তর আলোচনা করেছিলেন অনন্যা। আকার-ইঙ্গিতে আদিত্য রায় কাপুরকেও বিঁধেছিলেন। এবারো অনন্যার মুখে সেই ব্যর্থ প্রেমের কথা।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। গুঞ্জন রয়েছে অনন্যা নাকি আমেরিকান মডেল ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দুজনেই আকার-ইঙ্গিতে সেই সম্পর্কের কথা জানিয়েছেন। তবে নতুন প্রেমে থেকেও পুরনো প্রেমের, বলা ভালো আদিত্য রায় কাপুরকে যেন ভুলতে পারছেন না অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাগুলোই যেন উঠে এলো অনন্যার মুখে।

অনন্যা জানালেন, ‘আগের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। ভেবেছিলাম এতেই সঙ্গী খুশি হবে। তবে বুঝলাম, এভাবে নিজেকে বদলে ফেললে সম্পর্ক থাকে না। আমার মনে হয়, যে কোনো সম্পর্কে বন্ধুত্বই আসল। সেটা থাকলে সম্পর্ক এমনিতেই এগিয়ে যায়। আলাদা পরিশ্রম করতে হয় না।’

গত দুই বছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তারকা জুটিকে একসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে দেখা গিয়েছিল। একসময় তো চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। কিন্তু সুখের এই সময় আর টিকল না। আচমকা শোনা যায়, আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে।

এর কিছুদিন পরই ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা যায়। রটনা, অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিকের খোঁজ পান চাঙ্কিকন্যা। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও ব্লাঙ্কো নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন অভিনেত্রী।

ওয়ালকার ব্লানকো পেশায় মডেল। তবে তার অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। তবে সেবার নাকি আলাপ তেমন জমেনি। গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App