রাধিকার সোজাসাপ্টা জবাব

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

রাধিকা আপ্তে
২০১২ সালে চুপি চুপি ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলরকে বিয়ে করেছিলেন রাধিকা আপ্তে। আর সেই বিয়ের ১২ বছর পর এবার মা হতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি ইঋও লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রকাশ্যে আসে রাধিকার বেবি বাম্প। যদিও সবাইকে অবাক করে দিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, তিনি নাকি মা হতেই চাননি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমন কথাই বলেছেন রাধিকা। ই-টাইমসকে দেয়া সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘আমি ভেবেছিলাম কেউ হয়তোবা বেবিবাম্প খেয়ালই করবেন না, তবে এটা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। ছবির প্রিমিয়ার না হলে এ বিষয়টা হয়তোবা কেউ জানতেই পারত না।’
গর্ভাবস্থার তৃতীয় সেমিস্টারে রয়েছেন তিনি, এখন কেমন আছেন, এই প্রশ্নে রাধিকার উত্তর ছিল, তিনি এই মুহূর্তে এক্কেবারেই ভালো নেই। গত ৫ দিন রাতে তার ঠিকমতো ঘুমও হয়নি। অনিদ্রার সমস্যায় ভুগছেন তিনি, যেটা এক্কেবারেই ভালো নয়।’
রাধিকার কথায়, ‘আমার আসলে মা হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। তাই এটা আমার কাছে একটা বড় ধাক্কা ছিল। আমি সত্যিই কখনো সন্তান চাইনি। আর তাই অন্তঃসত্ত্বা হলে ঠিক কী কী হয়, এটা ঠিক কেমন তা নিয়ে কখনো ভাবিইনি। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। অনেকেই এটা নিয়ে ভালো ভালো কথা বলবেন, তবে বিষয়টা মোটেও মজার নয়। এই সময়টা খুবই কঠিন। কারণ এই সময়টাতে শরীর নানান বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আর তাই আমারও এই যাত্রাপথ কঠিনই ছিল। আমি মিথ্যা বলতে চাই না। সত্যিই এটা আমার কাছে শারীরিকভাবে, মানসিকভাবে একটা কঠিন পথ ছিল। বিশেষ করে কেউ যদি বিশেষ সক্রিয় মানুষ না হন, তাহলে বিষয়টা সত্যিই কঠিন।’