×

মেলা

নতুন প্রেমে মধুমিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন প্রেমে মধুমিতা

মধুমিতা সরকার

   

প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’ করতে গিয়েই টুপ করে প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তবে সেই সম্পর্কটা খুব একটা সুখের হয়নি। ডিভোর্সের পর, এই প্রথম নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন তিনি। আর শুধু পরিচয়ই করালেন না, সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করলেন যে, বিয়ে করার কথাও ভাবছেন ২০২৫ সাল নাগাদ।

দুর্গাপূজার মাঝেই জীবনে আসা ভালোবাসার সঙ্গে পরিচয় করান অভিনেত্রী। মধুমিতা প্রেমে পড়েছেন দেবমাল্য চক্রবর্তীর। অভিনেত্রী জানান, তারা ছোটবেলার বন্ধু। মাঝে অনেকটা সময় যোগাযোগও ছিল না দুজনের। এরপর হঠাৎই যোগাযোগ। দেখা হওয়ার পর আটকে গিয়েছেন একে অপরের মায়াতে, ভালোবাসার বাঁধনে। যদিও প্রেমিকের নাম প্রকাশ্যে আনলেও তিনি কী করেন বা কোথায় থাকেন তা নিয়ে রহস্য রেখেছেন মধুমিতা।

জানিয়েছেন, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই এভাবে চর্চায় আসতে চান না। একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত। মাত্র ১৮ বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন সৌরভ চক্রবর্তীকে। ২০১৫ সালে ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সারেন। এরপর ২০১৯ সালে তাদের বিয়ে ভাঙার কথা শোনা যায়।

যদিও সম্পর্ক ভাঙার পরও একে অপরকে নিয়ে কোনো কটু মন্তব্য করেননি তারা। তবে জলদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলার একটা আফসোস তো রয়েছেই। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি ক্যারিয়ারে আরো বেশি করে ফোকাস করতে পারতাম।’ দেবমাল্যর সঙ্গে প্রেম নতুন শুরু হলেও ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এখন থেকেই। স্পষ্ট করলেন, ‘আমরা পরবর্তী অধ্যায়ের জন্য তৈরি হচ্ছি’। জানালেন পরের বছর, অর্থাৎ ২০২৫ সালেই হয়তো সুখবরটা ভাগ করে নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App