বিটিভির নাটক ‘হায়ার ম্যাথমেটিক্স’

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
আদিল নামের ছেলেটা ভালোবাসে দেশ, দেশের মানুষ ও প্রকৃতিকে। সাহিত্যপ্রেমী আদিল চেয়েছিল কবি হতে, লেখক হতে। কিন্তু বাবার ইচ্ছায় সে ইঞ্জিনিয়ার হয়। অথচ সে চিরকালই অঙ্কটাকে ঘৃণা করত। ক্যালকুলাসের সূত্রের চেয়ে রবীন্দ্রনাথের রচনাসমগ্র তার কাছে বেশি প্রিয়। আদিলের ফার্স্টক্লাস ফার্স্ট হওয়ার খবরে সবচেয়ে বেশি খুশি হয় আফরিন, যার সঙ্গে তার প্রেমের সম্পর্ক।
সে পাস করে বের হওয়ার পরে বাবা ইয়াকুব আলি সিদ্ধান্ত নিলেন তার বিয়ে আফরিনের সঙ্গে নয়, বিয়ে হবে ধনী উসমান হায়দারের একমাত্র সুন্দরী কন্যা রামিসার সঙ্গে। তাকে তার বাবা-মা বোঝায় তোমার অসচ্ছল পরিবার, বাড়িতে বিধবা বোন, ছোট বোনের এখনো পড়াশোনা শেষ হয়নি- তাকেও বিয়ে দিতে হবে, কত খরচ। সেই বিবেচনায় আদিল দেখা করতে যায় রামিসার সঙ্গে। দেশপ্রেমিক আদিল জানতে পারে রামিসার ইচ্ছা বিয়ে করে জামাই নিয়ে দেশের বাইরে স্থায়ী হওয়া।
একদিকে নিজের ভালোবাসা, দেশপ্রেম, স্বাধীনভাবে নিজের স্বপ্ন পূরণের ইচ্ছে ও অন্যদিকে রাজকন্যা, রাজত্ব ও বিদেশে বিলাসী জীবনের হাতছানি। আদিল কোন জীবনটাকে বেছে নেবে? এমন গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের এ সপ্তাহের নাটক ‘হায়ার ম্যাথমেটিক্স’। মাসুদুর রহমানের রচনায় এটি প্রযোজনা করেছেন মোল্লা আবু তৌহিদ।
নাটকটিতে অভিনয় করেছেন- তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, দিলরুবা দোয়েল, মাসুম বাশার, শেখ স্বপ্না, বিমল ব্যানার্জি, সানন্দা, শেফালিসহ আরো অনেকে। ‘হায়ার ম্যাথমেটিক্স’ প্রচারিত হবে আজ শনিবার রাত ৯টা ০৫ মিনিটে।