যেমন কাটছে দীপিকার মাতৃত্ব

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

দীপিকা পাড়ুকোন
গত ৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে কথা জানান দীপিকা ও রণবীর সিং। তারপর শাহরুখ থেকে ঐশ্বরিয়া, একরত্তিকে দেখতে অনেকেই হাসপাতালে উপস্থিত হন। কেমন আছেন অভিনেত্রী, কবে ছাড়া পাবেন- এই নিয়ে চিন্তায় ছিলেন অনুরাগীরা।
হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন দীপিকা। মেয়েকে নিয়ে গত রবিবার ফিরেছেন বাড়ি। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিং। এ দিন সকালে সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তারকা দম্পতি। গণেশ চতুর্থীর পরের দিন, রবিবার সকালে রণবীরকে হাসপাতাল থেকে বেরোতে দেখেই খবর ছড়ায়, আজই ছাড়া পাচ্ছেন অভিনেত্রী।
সেই মতোই, দুপুরে জানা যায়, তারা বাড়ি ফিরেছেন। মা ও কন্যা দুজনেই সুস্থ রয়েছেন বর্তমানে। যদিও এখনই মেয়ের মুখ দেখাতে নারাজ তারা। আপাতত কাজ থেকেও বিরতিও নিয়েছেন। এই সময়টা নিজেকে ফাঁকা রাখতে চেয়েছেন অভিনেত্রী। পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন রণবীরও।
অন্যদিকে ছুটির দিন সকালে নিজের ইনস্টা বায়ো পাল্টে ফেলেন নতুন মা। মেয়ে যে মায়ের রাতের ঘুম কেড়েছে সেটাই জানালেন বায়োতে। লিখলেন, ‘খাওয়ানো, ঢেকুর তোলানো, ঘুম পাড়ানো এবং সেটাই আবার করা’। এভাবেই কেটে যাচ্ছে তার দিন।