‘বালির সৌন্দর্য মনে দাগ কেটে আছে’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আইরিন সুলতানা
মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। সিনেমার পাশাপাশি কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। কাজের পাশাপাশি ঘুরতে ভীষণ ভালোবাসেন আইরিন। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ট্যুরে। মেলার পাঠকদের জন্য শেয়ার করলেন ভ্রমণ নিয়ে তার নানা অনুভূতির কথা।
ঘুরে বেড়ানো
এমনিতে আমি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করি। কাজের ফাঁকে অবসর পেলেই কোথাও না কোথাও ছুটে যাই। প্ল্যান ছাড়াই হুইহাট কোথাও ঘুরতে যেতে আমার ভালো লাগে। দূরে কোথাও প্ল্যান করে উঠতে না পারলে কাছাকাছি কোথাও হলেও চলে যাাই। আসলে আমার যদি একবার বেড়াতে যেতে মন চাই, না যাওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারি না।
ভ্রমণসঙ্গী যারা
কোথাও ঘুরতে গেলে আমার সঙ্গে আমার পরিবারের সদস্যরাই থাকেন। বাবা-মা থাকেন। বন্ধু-বান্ধবের সঙ্গে খুব একটা বেড়াতে যাওয়া হয় না।
চমকপ্রদ জায়গা
কক্সবাজার আমার খুব বেশি ভালো লাগে। সমুদ্রের জলরাশি আমাকে টানে। তাই সুযোগ পেলে সে দিকেই যাওয়া হয়। পাহাড় কিংবা চা বাগান কেন যেন এতবেশি ভালো লাগে না, যতটা ভালো লাগে সমুদ্র। একবার ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলাম, সেখানকার সৌন্দর্যও আমার মনে দাগ কেটেছে দারুণ।
সর্বোচ্চ দর্শনীয় স্থান
এই তালিকাতেও আমি কক্সবাজারের কথাই বলব। কারণ শুটিং বা এমনিতে ঘুরে বেড়াতে অসংখ্যবার গিয়েছি সেখানে। জায়গাটা আমার খুব পছন্দের। কেন যে এত ভালো লাগে, তার অবশ্য নির্দিষ্ট বা বিশেষ কোনো কারণ নেই। হয়তো ওই পরিবেশটা পুরোটাই আমার কাছে উপভোগ্য লাগে।
ভক্তদের সঙ্গে দেখা
এমনিতে দেশের ভেতর কোথাও যখন যাওয়া হয়, তখন মাঝেমধ্যে ভক্তদের পাল্লায় পড়ি। তাদের সঙ্গে ছবি তুলি। এ বিষয়গুলো আমি উপভোগ করি। আর দেশের বাইরে এখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হইনি।