মুমতাজকে নিয়ে পজেসিভ ছিলেন রাজেশ খান্না

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

মুমতাজ ও রাজেশ খান্না
মুমতাজ ও রাজেশ খান্না, একসময় হিন্দি সিনেমার অন্যতম সেরা জুটি। একসঙ্গে প্রায় ১০টি ছবিতে কাজ করেছেন তারা। রাজ খান্না ছিলেন তৎকালীন হিন্দি ছবির অন্যতম সুপারস্টার। রাজেশ খান্নার মৃত্যুর বহু বছর পরও তাকে নিয়ে আলোচনা হয়, তার স্টারডম নিয়ে আলোচনা হয়। তার ছবির গানগুলো কালজয়ী।
যার মধ্যে রয়েছে ‘জয় জয় শিব শঙ্কর’ থেকে ‘ইয়ে রেশমি জুলফে’সহ আরো অনেক গান। আর রাজেশ খান্নার সঙ্গে যে জুটিকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয়, তিনি হলেন মুমতাজ। সাম্প্রতিক সাক্ষাৎকারে পছন্দের নায়ককে নিয়ে কথা বললেন মুমতাজ। প্রসঙ্গত, রাজেশ খান্না-শর্মিলা ঠাকুর জুটির ‘আরাধনা’, ‘দাগ’, ‘অমর প্রেম’-এর মতো ছবিগুলো এখনো সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে যায়।
সম্প্রতি রেডিফের সঙ্গে কথা বলার সময় মুমতাজ বলেন, ‘রাজেশ খান্না আমাকে নিয়ে একটু পজেসিভ (অধিকারবোধ ফলানো) ছিলেন। তবে রাজেশ খান্না কখনোই শর্মিলাজির বিরুদ্ধে কোনো কথা বলেননি, শত্রæতাকে উস্কে দেননি। তবে আমি যখন ধর্মেন্দ্রজি বা দেবসাব (দেব আনন্দ)-এর মতো অন্য নায়কদের সঙ্গে ফিল্মে সই করতাম, তখন তিনি একটু বিরক্ত হতেন।
তবে তিনি যখন অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছেন, তখন কিন্তু আমি কখনোই তাকে গালাগাল করিনি। তিনি ভেবেই নিয়েছিলেন তিনিই আমার মালিক। তবে আমি কিছু মনে করিনি, এর অর্থ হলো তিনি আমার যতœ নিতেন।’ শর্মিলা ঠাকুরের সঙ্গে তার যে প্রতিদ্ব›িদ্বতার কথা শোনা যায়, সে বিষয়েও কথা বলেছেন মুমতাজ। আমি তাকে (শর্মিলা ঠাকুর) অনেক সম্মান করি।
তিনি আমার থেকে অনেক বেশি শিক্ষিত এবং পরিশীলিত। তবে হ্যাঁ, আমি শর্মিলাজির চেয়ে কাকার (রাজেশ খান্না) সঙ্গে বেশি ছবি করেছি। এটা ঈশ্বরের আশীর্বাদ ছিল যে কাকার সঙ্গে আমার একট ছবিও ফ্লপ হয়নি। শর্মিলাজির সঙ্গে ওর ফ্লপ ছিল।