আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এ আর রহমানের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

এ আর রহমান
অস্কারজয়ী শিল্পী এ আর রহমান দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবন শেষ করার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। তার বিয়েবিচ্ছেদকে ঘিরে নেটিজেনদের অযাচিত সমালোচনা ও গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন এই সংগীতজ্ঞ। লিগ্যাল টিমের মাধ্যমে জানিয়েছেন, তার সঙ্গে সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন ২৪ ঘণ্টার মধ্যে সেগুলো সরিয়ে না নিলে ভারতীয় আইনে ব্যবস্থা নেয়া হবে।
এ আর রহমানের ডিভোর্স ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তার সহশিল্পী মোহিনী দে বিচ্ছেদ ঘোষণা করেছেন। এরপর থেকে শুরু হয় জল্পনা-কল্পনা। দুই বিচ্ছেদের জোর বেধে সামাজিক মাধ্যমে মেতে উঠেছেন নেটিজেনরা। এমতাবস্থায় বাধ্য হয়ে গত ২৩ নভেম্বর ইস্যু করা নিজের লিগ্যাল টিমের পক্ষ থেকে তৈরি করা একটি নোটিস এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রহমান। কয়েক পাতার সেই নোটিসের মাধ্যমেই হুঁশিয়ারি দেয়া হয়েছে রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন, তারা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেসব পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন।
অন্যথায় ভারতীয় ন্যায় সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে তাদের। ১৯৯৫ সালে বিয়ে হয়েছিল রহমান ও সায়রা বানুর। দেখাশোনা করেই বিয়ে, তারপর দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য। খাতিজা, রহিমা ও আমিন- তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাদিজার বিয়েও হয়ে গিয়েছে। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই বিচ্ছেদের ঘোষণা দেন অস্কারজয়ী শিল্পী। এর কিছুক্ষণ পরই মোহিনী দে’র বিচ্ছেদ ঘোষণার খবর ছড়িয়ে পড়ে।