একাই ‘সিংহম’ দীপিকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

দীপিকা পাড়ুকোন
বক্স অফিসে ভালো ব্যবসা করছে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’। তথ্য বলছে, ইতোমধ্যেই রোহিতের এই ছবি আয় করেছে ২০৬ কোটি রুপি। অজয় দেবগণ, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর অভিনীত এই ছবি এখন ব্লকবাস্টার হওয়ার অপেক্ষায়। ঠিক এরই মাঝে নতুন আরেক সিংহম-এর ঘোষণা করলেন পরিচালক রোহিত।
তবে এবার আর একগুচ্ছ তারকা পুলিশ অফিসার নয়, বরং সিংহম সিংহাসন সামলাবেন দীপিকা একাই। সম্প্রতি সিংহম এগেইন ছবির সাফল্য নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে রোহিত জানান, ‘সিংহম একেবারেই কপ ইউনিভার্স। প্রত্যেকটি চরিত্রকেই আলাদা করে ছবির পর্দায় আনব। অনেকটা হলিউডি অ্যাভেঞ্জার্সের মতো। শিগগিরই দীপিকাকে সঙ্গে নিয়ে লেডি সিংহম তৈরি করার প্ল্যান। ছবির নামও থাকবে লেডি সিংহম। আশা করছি পরের বছরই শুটিং শুরু করতে পারব।’
বর্তমানে মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে ব্যস্ত নায়িকা। পুরোদস্তুর ২৪ ঘণ্টা মায়ের দায়িত্ব পালন করছেন দীপিকা। রীতিমতো মেয়েকে চোখে হারাচ্ছেন পর্দার পিকু। এক মুহূর্তও নাকি দুয়াকে কাছছাড়া করতে চাইছেন না মা দীপিকা।