মঞ্চে ফিরলেন নোবেল

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

গায়ক নোবেল
বিরতি ভেঙে কাজে ফিরেছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবনসহ তাকে নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে ‘মাদকাসক্ত’ তকমা পেয়ে যান একসময়ের নন্দিত এই শিল্পী। অবশেষে নিজের চিরচেনা মঞ্চে ফিরলেন নোবেল। পারফরম করলেন মঞ্চে, গাইলেন গান। মাতালেন দর্শক।
আর নোবেলের এমন প্রত্যাবর্তনে খুশি তার অনুরাগীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন গায়ক। যেখানে তাকে মঞ্চে গান গাইতে দেখা যায়। ছবিগুলো পোস্ট করে নোবেল জানিয়ে দেন, এই মঞ্চই তার ঠিকানা।
নোবেলের ছবিগুলো দেখে তাকে সাদরে গ্রহণ করেছেন ভক্ত-অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন শুভেচ্ছা। বর্তমানে নোবেলের হাতে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।