বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে নওয়াজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নওয়াজ উদ্দিন সিদ্দিকি
প্রচারের জন্য বড় প্রতিষ্ঠানগুলো বেছে নেয় তারকাদের। কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় আবার কখনো দেখা যায় চটকদার বিজ্ঞাপনে পণ্যের প্রশংসা করতে। এবার এক অনলাইন গেমিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি। ভারতের মুম্বাইয়ের এক হিন্দু সংগঠন তার নামে অভিযোগ করেছে।
জানা গেছে, হিন্দু জনজাগৃতি সমিতি নামে ওই সংগঠন মুম্বাইয়ের পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে নওয়াজের বিরুদ্ধে। অভিনেতা ওই গেমিং অ্যাপের বিজ্ঞাপনে মহারাষ্ট্র পুলিশের উর্দি ব্যবহার করে পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে তাদের দাবি।
সংগঠনের ‘সুরাজ্য অভিযান’র আওতায় তারা এই ঘটনার বিচার দাবি করেছে। এই অভিযানের মুম্বাই রাজ্য সমন্বয়ক অভিষেক মুরুকতে সে রাজ্যের ডিজিপি এবং মুম্বাই পুলিশ কমিশনারের কাছে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
অভিনেতা হিসেবে নওয়াজের পাশাপাশি ওই অ্যাপের মালিক অঙ্কুর সিংহের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। বিতর্কিত ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছে সংগঠন। তাদের দাবি, অনৈতিকভাবে পুলিশের উর্দি ব্যবহার করে তার অপমান করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ‘এতে মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টিকে এখনই গুরুত্ব না দিলে ভবিষ্যতে এমন আরো বেআইনি ও অনৈতিক বিজ্ঞাপনে পুলিশের পোশাক ব্যবহার করা হবে।’
তবে এ বিষয়ে অভিনেতার কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।