মা হারালেন জয়া বচ্চন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ইন্দিরা ভাদুড়ি
মা ইন্দিরা ভাদুড়িকে হারালেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। গত মঙ্গলবার রাতে ভোপালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই তারকা অভিনেত্রীর মা। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, চলছিল চিকিৎসা। কিন্তু অবস্থার অবনতি হতেই ভোপালে গত পরশু রাতে ছুটে যান অভিষেক বচ্চন। পরিবারের বাকি সদস্যরাও গেছেন সেখানে। খবর শুনে অমিতাভ বচ্চনও চার্টার্ড বিমানে ভোপালের পথে রওনা দেন।
ভোপালের শ্যামলা পাহাড়ের অংশল অ্যাপার্টমেন্টে একাই থাকতেন ইন্দিরা ভাদুড়ি। তার স্বামী, জয়া বচ্চনের বাবা, তরুণ ভাদুড়ি, পেশায় সাংবাদিক ছিলেন। একাধিক সংবাদপত্রের লিখতেন তিনি। ১৯৯৬ সালে মৃত্যু হয় তার। খবর আসতেই শোকের ছায়া নামে বচ্চন পরিবারে। নানীর কাছে সর্বপ্রথম পৌঁছান অভিষেক বচ্চন। নানীর সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অভিষেক ও শ্বেতা দুজনেরই।
জয়ার বাবা-মা, দুজনেরই মধ্যপ্রদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক। সেখানেই জয়ার জন্ম। তার দুই বোন রীতা ও নিতা। অভিনেতা রাজীব ভার্মার সঙ্গে বিয়ে হয় রীতার। অন্যদিকে জয়া অল্প বয়সে পা রাখেন সিনেমার দুনিয়ায়।