চোখের পাঁপড়ি হারালেন হিনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

হিনা খান
স্তন ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। ক্যান্সারের তৃতীয় ধাপ চলছে ৩৬ বছরের এই অভিনেত্রীর। মারণ ব্যাধি শরীরে বাসা বাঁধলেও মানসিক শক্তি এতটুকু টলাতে পারেনি। কিন্তু এরই মাঝে নতুন উপসর্গ হিনার। কেমোথেরাপির কারণে চোখের পাঁপড়ি হারালেন অভিনেত্রী। আর সেই ছবিই পোস্ট করে হিনা লিখেছেন তার লড়াই ও জেদের কথা। হিনা তার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন।
যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রীর চোখে মাত্র একটা পাঁপড়ি অবশিষ্ট। আর সেই ছবি পোস্ট করেই হিনা লিখেছেন, ‘আমার শক্তির একটি উৎস রয়েছে, জানেন কি সেটা? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল ওরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একগুচ্ছ লম্বা ও সুন্দর চোখের পাঁপড়ি। বর্তমানে এই একটি পাঁপড়িই একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করে চলেছে আমার সঙ্গে থেকে। এটাই আমার অনুপ্রেরণা।’
শুটিংয়ের সময় প্রসাধনী হিসেবে অভিনেত্রীরা নকল অক্ষিপল্লব চোখে ব্যবহার করেন। হিনা জানান, তিনি কোনো দিনই প্রসাধনী হিসেবে নকল চোখের পাতা ব্যবহার করেননি। কিন্তু বর্তমানে তিনিও ব্যবহার করছেন চোখের পাতা। অভিনেত্রীর আশা, একদিন সব ঠিক হয়ে যাবে। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা। পরে সিনেমা, ওয়েব সিরিজেও কাজ করেন।