নেমেসিসের নতুন অ্যালবাম

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

রক ব্যান্ড নেমেসিস
দীর্ঘ সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে রক ব্যান্ড নেমেসিস। ২০১৭ সালে সর্বশেষ তাদের তৃতীয় অ্যালবামটি প্রকাশ হয়। তবে শুরুতেই পুরো অ্যালবাম নয়, প্রথম দিকে একটি একটি করে কয়েকটি গান প্রকাশের পরই আসছে পুরো অ্যালবাম। আর এটি প্রকাশ পেতে পারে চলতি বছরই। তারই ধারাবাহিকতায় ৩ অক্টোবর প্রকাশ হয় তাদের চতুর্থ অ্যালবামের নতুন গান ‘ভাঙা আয়না’।
এর আগে গত বছর প্রকাশ হয় একই অ্যালবামের প্রথম গান ‘ঘোর’। জানা গেছে, চতুর্থ অ্যালবামের গানগুলোর কিছু গান সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশ পাবে। চলতি বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে পুরো অ্যালবামটিই মুক্তি দেবে নেমেসিস। নেমেসিস জানায়, অ্যালবামটিতে থাকছে মোট ১০টি গান। গানগুলোর গীতিকার ও সুরকার ব্যান্ডের ভোকাল এবং গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী। নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশ উপলক্ষে দেশে ও বিদেশে বেশকিছু কনসার্ট ট্যুরেরও পরিকল্পনা আছে নেমেসিসের।
এদিকে অ্যালবামের খবরের বাইরেও কনসার্টে ফেরার সুসংবাদ দিয়েছে নেমেসিস। চলতি বছর জুনের পর দেশে পরিবর্তিত পরিস্থিতিতে বিরতি নিয়ে ফের ১৮ অক্টোবর থেকে এ যাত্রা শুরু হবে। ওইদিন হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য ‘গণজোয়ার’ শীর্ষক কনসার্টে গাইবে নেমেসিস। কনসার্টটিতে থাকছে দেশের অন্যান্য জনপ্রিয় বেশকিছু ব্যান্ড।