পূজায় যা করবেন নুসরাত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নুসরাত জাহান
ধর্ম যার যার, উৎসব সবার- এ কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন নুসরাত জাহান। তাই তো ছোট থেকেই দুর্গোৎসব উদযাপনে মেতে ওঠেন তিনি। এবারো তার অন্যথা হবে না। নুসরাতের সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যাবে প্রতিবারের মতো এবারো শারদ উৎসবের আমেজে মেতে উঠেছেন তিনি। মুসলিম পরিবারে জন্ম হলেও ধর্মাবলম্বীদের প্রায় সব উৎসবে তিনি থাকেন। এটার জন্য তাকে নিয়ে ট্রলও কম হয় না। তবে সেগুলোকে তোয়াক্কা করেন না এই অভিনেত্রী।
গণমাধ্যমকে নুসরাত বলেন, ‘পূজায় সাধারণত আমি আর যশ (প্রেমিক) কলকাতায় থাকার চেষ্টা করি। কারণ কাজের বাইরে আমাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই। তাছাড়া আমাদের অনেক বন্ধু বছরের এই চারটি দিনই শহরে আসে। তাদের সঙ্গেও দেখা করার সুযোগ পাই। একসঙ্গে আড্ডা দেয়া, খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে খুব ভালো সময় কাটে।’
নুসরাতের কথায়, ‘প্রতি বছর অষ্টমীর দুপুরে আমি ভোগ খেতে খুব ভালোবাসি। ১০০ বার হয়তো তার জন্য আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছে! কিন্তু তারপরও অষ্টমীর দিন অঞ্জলি দিই। আগামী দিনেও অঞ্জলি দেব। কারণ, বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না। কোনো ভাষার ওপরেও নির্ভর করে না। বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। ট্রলিংকে আমি পাত্তা দিই না। কারণ প্রত্যেকের তার নিজের মতো জীবনযাপনের স্বাধীনতা রয়েছে। কেউ অন্যের জীবনযাপনের শর্ত নির্ধারণ করে দিতে পারে না। আমি সমাজমাধ্যমে দেখেছি, মহিলাদের একটু বেশিই ট্রল করা হয়। চারটা লাইন লিখে পালিয়ে যাচ্ছে। তাদের চিনিও না, জানিও না। তাই পাত্তাও দিই না।’