×

বিনোদন

‘ভালোবাসা’ নিয়ে যা জানালেন নাতাশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ভালোবাসা’ নিয়ে যা জানালেন নাতাশা

নাতাশা স্টানকোভিচ

   

হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্টানকোভিচ ডিভোর্সের ঘোষণা করার পরপরই সব অভিযোগের আঙুল উঠেছিল সার্বিয়ান মডেলের দিকে। টাকার জন্য ছেড়েছেন স্বামী- এমন কটাক্ষে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া। তবে এরপরই একের পর এক পোস্টে সামনে আসতে থাকে ভারতীয় ক্রিকেট তারকার সংসারের গোপন কথা! কখনো শোনা যেতে থাকে অন্য মেয়েতে মন মজেছিল হার্দিকের, কখনো শোনা যায় তিনি নিজেকে নিয়ে এতটাই মেতে থাকতেন, সংসার টিকিয়ে রাখতে ব্যর্থ হন নাতাশা।

এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফের চর্চায় নাতাশা ইনস্টাগ্রাম স্টোরিতে গত সোমবার একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যেখানে লেখা, ‘ভালোবাসা ধৈর্যশীল। ভালোবাসা দয়ালু। ঈর্ষা করে না। অহংকার করে না। অন্যকে অসম্মান করে না। এটা আত্মসন্ধানী নয়। সহজে রেগে যায় না। ভুলের কোনো হিসাব রাখে না। মন্দের মধ্যে আনন্দ পায় না, তবে ভালোতে আনন্দ পায়। এটি সর্বদা সুরক্ষা দেয়, সর্বদা বিশ্বাস করে, সর্বদা আশা করে, সর্বদা সংরক্ষণ করে। ভালোবাসা কখনো হারে না’।

সাম্প্রতিক ভারতীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, নাতাশা হার্দিকের ব্যক্তিত্বের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছিলেন, কিন্তু ক্রমাগত চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। ‘হার্দিক আসলে নিজেকে নিয়েই ডুবে থাকেন। নাতাশা আর সামলাতে পারলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ হিসেবে তারা একদম আলাদা। বড় ব্যবধান দুজনের ব্যক্তিত্বের। তিনি মানিয়ে নেয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষে ক্লান্ত হয়ে পড়েন। নাতাশা তাল রাখতে পারছিলেন না, তাই চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App