বাবার সঙ্গে ডাবিং করলেন দুই পুত্র

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরিয়ান খান, শাহরুখ খান ও আব্রাম খান
‘দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান ও আরিয়ান খান। সেটি ছিল ২০১৯ সালে। এবার যোগ হলো বাদশাহর ছোট ছেলে আব্রাম খানও। ‘মুফাসা’র হাত ধরে এই প্রথম একসঙ্গে কাজ করলেন শাহরুখ, আরিয়ান ও আব্রাম। দুই পুত্রকে সঙ্গে নিয়ে ‘মুফাসা’র হিন্দি ডাবিং করেছেন কিং খান।
মুফাসার কণ্ঠে শোনা যাবে শাহরুখের কণ্ঠস্বর, সেই সঙ্গে সিম্বার গলায় আরিয়ান ও শিশু মুফাসার কণ্ঠে অভিষেক হলো খুদে আব্রামের। চার দিন আগে ইংরেজি ট্রেলার প্রকাশ্যে এসেছিল। গত সোমবার মুক্তি পেল ‘মুফাসা : দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্করণের ট্রেলার। শুরুতেই মুফাসার কণ্ঠে শাহরুখের গলা চিনতে কারো সময় লাগেনি। এরপর দেখা মিলল খুদে মুফাসার। তার কণ্ঠে আব্রামের গলা।
প্রথম কাজেই রীতিমতো সাড়া ফেলেছে খুদে। ইতোমধ্যেই অনেকের দাবি, একদিন বাবার মতোই রাজত্ব করার প্রতিভা আছে আব্রামের মধ্যে। ট্রেলার শাহরুখের সঙ্গে শেয়ার করা হয় ডিজনির পক্ষ থেকে। ক্যাপশনে হিন্দিতে লেখা হয়, ‘ব্যাস একজনই হবে জঙ্গলের রাজা’। অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির একাধিক তারকার শুভেচ্ছার বন্যা কমেন্ট বক্সে।
এর আগে কাজের প্রসঙ্গে শাহরুখ খান বলেছিলেন, ডিজনির সঙ্গে এটি আমার জন্য একটি বিশেষ সহযোগিতা, কারণ আমার ছেলে, আরিয়ান এবং আব্রাম, এই সফরের অংশ এবং তাদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করা সত্যিই দারুণ।’ চলতি বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবে ‘মুফাসা : দ্য লায়ন কিং’।