×

বিনোদন

বিয়ের পর প্রাক্তনকে সোহিনীর আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিয়ের পর প্রাক্তনকে সোহিনীর আইনি নোটিশ

শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার

   

সদ্যই বিয়ে করেছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। এরপরই নাকি প্রাক্তনের নামে অন্যদের কাছে কুকথা বলতে শুরু করেন টেলি আভিনেতা রণজয় বিষ্ণু। আর সেটার কারণেই তাকে সোহিনী আইনি নোটিস পাঠিয়েছেন। বাদ যাননি অভিনেতার আরেক প্রাক্তন আভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাও। অভিনেতার প্রাক্তনরা নাম না করেই কিছুদিন আগে জানান যে, অভিনেতা তার প্রেমিকাদের এটিএম কার্ড হিসেবে ব্যবহার করেন। সাহায্য নিয়েছেন নানাভাবে।

যদিও সেগুলো স্বীকার করেননি অভিনেতা। বিপরীতে জানিয়েছেন তার নামে এগুলো বলার জন্য নাকি তার পরিবারকে মানসিকভাবে হেনস্তা হতে হচ্ছে, তিনি এর জবাব দেবেন তাও আইনি পথেই। জানা যায় একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কও ছিল তার। এবার সেই অতীত সম্পর্কের কারণেই আইনি নোটিস পেতে হলো তাকে। তিনি আইনের সাহায্য নেয়ার আগেই নোটিশ পেলেন।

ভারতীয় গণমাধ্যমের এক রিপোর্টে জানানো হয়েছে সোহিনী সরকার নাকি আগে রণজয়কে নোটিস পাঠিয়েছেন। তারপর সায়ন্তনীও একই কাজ করেন। যদিও এই বিষয়ে তারা কেউই মুখ খোলেননি। অভিনেতারও উত্তর এক। তিনিও কিছু জানাতে চাননি। তবে জানা গেছে, গত সপ্তাহে আইনি নোটিস পাওয়ার পর থেকে নাকি দুই পক্ষই আইনজীবীদের সাহায্য নিচ্ছেন।

যদিও এখনো আদালতে মানহানির মামলা দায়ের করা হয়নি বলেই জানা গেছে। প্রসঙ্গত, বর্তমানে শোনা যাচ্ছে রণজয় বিষ্ণু নাকি তার গুড্ডি ধারাবাহিকের সহকর্মী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর এই বিষয়ে খোদ রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানে অভিনেত্রীকে খোঁচা দিয়েছেন। যদিও তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক নিয়ে কিছুই জানাননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App