×

বিনোদন

রেসে অংশ নিতে বার্লিনে সায়ামি খের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রেসে অংশ নিতে বার্লিনে সায়ামি খের

সায়ামি খের

   

বিশ্বের সবচেয়ে কঠিন ট্রায়াথলন আয়রনম্যান রেসে অংশ নিতে বার্লিনে যাচ্ছেন সায়ামি খের। সায়ামিই প্রথম বলিউড অভিনেত্রী যিনি আয়রনম্যান রেসে অংশ নিতে চলেছেন, তবে তিনি আশা করেন যে তিনিই শেষ ব্যক্তি নন। আয়রনম্যান রেসের ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম কঠিন ট্রায়াথলন হিসেবে বিবেচিত হয়। এই প্রতিযোগিতায় সাঁতার, সাইকেল চালানো এবং একের পর এক দৌড়াদৌড়ি করতে হয়।

সায়ামি বলেছেন, প্রতিযোগিতাটি কেবল তার শারীরিক ক্ষমতাই নয়, মানসিক শক্তিরও পরীক্ষা নেবে। অভিনেত্রী বলেন, ‘এ প্রতিযোগিতার এখনো ৪০ দিনের মতো বাকি আছে। আমি একটু নার্ভাস আবার দারুণ রোমাঞ্চিত বোধ করছি। অনেক দিন ধরেই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়ে এসেছি। ২০২০ সালে একবার চেষ্টা করেছিলাম। কিন্তু তখন কোভিডের কারণে প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর প্রতিযোগিতার জন্য আর মানসিকভাবে নিজেকে তৈরি করতে পারিনি। এখন আমি পুরোপুরি প্রস্তুত।’

এ প্রসঙ্গে সায়ামি বলেছেন, ‘এই তিন খেলায় আমার ভালোভাবে প্রশিক্ষণ নেয়ার প্রয়োজন ছিল। গত বছরের জুন মাসে ইতালিতে সাইকেল চালানোর সময় আমি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম। এরপর প্রায় আট মাস কিছু করিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার প্রশিক্ষণ নিতে শুরু করি। ছয় মাস ধরে আমি কঠোর অনুশীলন করছি। আমার চ্যালেঞ্জটা ছিল অনেক বেশি। কারণ প্রশিক্ষণের সঙ্গে আমি একটা ছবির শুটিংও করছি। প্রতিদিন দুই ঘণ্টা প্রশিক্ষণ নিই, ছুটির দিন আমি পাঁচ-ছয় ঘণ্টা ট্রেনিং নিই। কিন্তু আমি এতে এতটুকুও বিরক্ত নই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App