হরিয়ানা চলচ্চিত্র উৎসবে দেশের দুই সিনেমা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
শুরু হয়েছে ভারতের হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪। এই উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে দুটি চলচ্চিত্র। জানা গেছে, উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে বাংলাদেশের তরুণ নির্মাতা সুপিন বর্মন ও শায়লা রহমান তিথির যথাক্রমে ‘আ লেটার অব পোস্টমাস্টার’, ‘জয় বাংলা’ নামের দুটি চলচ্চিত্র। গতকাল থেকে শুরু হওয়া উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শন করা হবে ছবি দুটি।
জানা গেছে, সপ্তমবারের বর্ণিল এ উৎসবে অংশগ্রহণ করতে নির্মাতা সুপিন বর্মন ও শায়লা রহমান তিথি ৬ আগস্ট হরিয়ানার উদ্দেশে রওনা দেয়ার প্রস্তুতি থাকলেও চলমান পরিস্থিতির কারণে এখনো যেতে পারেননি। নির্মাতা সুপিন বর্মন জানান, আগামী ১০ আগস্ট বিকাল ৫টায় হরিয়ানার কুরুক্ষেত্র শহরের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘আ লেটার অব পোস্টমাস্টার’ এবং ১১ আগস্ট ‘জয় বাংলা’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে জুরিবোর্ড সদস্যদের বিচার কার্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হবে সেরা চলচ্চিত্রের পুরস্কার, থাকবে সম্মাননা স্মারক। উৎসবজুড়ে থাকবে তারকাদের সরব উপস্থিতি। নির্মাতা সুপিন বর্মনের ‘আ লেটার অব পোস্টমাস্টার’ চলচ্চিত্রটি তার নিরীক্ষাধর্মী পঞ্চম নির্মাণ।
বিভিন্ন চরিত্রে সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়া মোহন্ত, বিধান রায়, সাদেকুর রহমান সুজন, নিভা রানী সরকার, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, উৎপল দত্ত প্রমুখ। চলচ্চিত্রটি ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া শায়লা রহমান তিথির সিনেমাটিও বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে। সাজিন আহম্মেদ বাবুর সংলাপ ও চিত্রনাট্যে শায়লা রহমান তিথির গল্প ও পরিচালনায় জয় বাংলা প্রযোজনা করেন কবি জসিম চৌধুরী।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনবদ্য সত্য ঘটনার আলোকে নির্মিত এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারজানা চুমকিসহ আরো অনেকে। ৫ দিনব্যাপী এ উৎসবটি ১১ আগস্ট সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে পর্দা নামবে তারা ঝলমলে সপ্তম হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।