ডায়াবেটিস সম্পর্কে যেসব ভুল ধারণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:১১ এএম

জিনগত কারণেও ডায়াবেটিস হয়। ছবি : সংগৃহীত
মানুষের জীবনে এখন সবচেয়ে পরিচিত সমস্যা হল ডায়াবেটিস। আজকাল ঘরে ঘরে ডায়াবেটিসের রোগী। আগে একটা বয়সের পর এই রোগ শরীরে বাসা বাঁধত। তবে এখন আর তা বয়স মানে না। ৩০-এর গণ্ডি পেরোতে না পেরোতেই ডায়াবেটিসের শিকার হচ্ছেন অনেকেই।
অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে এই রোগের কবলে পড়ছেন মানুষজন। তবে শুধু তাই নয়, জিনগত কারণেও ডায়াবেটিসের সমস্যা আসে। যে হারে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে তাতে আর কিছু বছরে তা ভয়াবহ রূপ নেবে। এই রোগ সম্পর্কে বহু বাজার চলতি ভুল ধারণা রয়েছে। যা না বদলালে হিতে-বিপরীত হতে পারে। কী সেই ধারণা গুলো? আসুন জেনে নেয়া যাক-
ডায়াবেটিস মূলত বৃদ্ধ বয়সে হয়
আগে সত্যিই একটা বয়সের পর ডায়াবেটিসের কবলে পড়তেন মানুষজন। তবে সেদিন আর নেই। এখন আর ডায়াবেটিস বয়স দেখে আসে না। যেকোনো বয়সে আপনি এই সমস্যার শিকার হতে পারেন। সমীক্ষা বলছে, বর্তমানে ২০-৪০ বছর বয়সীরা ডায়াবেটিসে বেশি আক্রান্ত হন।
চিনি খেলে ডায়াবেটিস হয়
অনেকেই এই ধারণা পুষে রাখেন যে চিনি খেলেই ডায়াবেটিস হয়। একেবারেই এমনটা নয়। জিনগত কারণেও ডায়াবেটিস হয়। আপনি যদি ডায়াবেটিক হন আপনাকে খাবার থেকে চিনি বাদ দিতে হবে।
ডায়বেটিস শরীরতে দুর্বল করে দেয়
অনেকেই মনে করেন ডায়াবেটিস শরীরকে দুর্বল করে দেয়। তা একেবারেই ভ্রান্ত একটি ধারণা। তবে হ্যাঁ দীর্ঘদিন ডায়াবেটিসের সঠিক চিকিৎসা না করলে শরীরে এই ধরনের সমস্যা দেখা যেতে পারে।
পরিবারে কারো ডায়াবেটিস না থাকলে এই সমস্য হয় না
ডায়াবেটিস বংশগত কারণে হয় ঠিকই। তবে আপনার পরিবারে কারোও ডায়াবেটিস নেই বলে আপনারও তা হবে না এমন ধারণা পুষে রাখার কোনো প্রয়োজন নেই।
দীর্ঘদিন ওষুধ খেলেই ডায়াবেটিস সেরে যায়
আপনি যদি ডায়াবেটিক হন তবে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে নিয়মিত ওষুধ খেতেই হবে। রোজ ওষুধ খেয়ে সুগারের পরিমাণ একটু নিয়ন্ত্রণে এসে গেলেই রোগ সেরে গিয়েছে ভেবে অনেকেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন। আর এতেই বিপদ বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ একেবারে বন্ধ করা চলবে না।
ওজন বাড়ার সঙ্গে ডায়াবেটিসের কোনো যোগ নেই
ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম মূল ভিত্তিই হলো ওজন নিয়ন্ত্রণ। একদিকে মধুমেহ রোগের চিকিৎসা করাচ্ছেন আর অন্যদিকে ওজনের দিকে কোনো খেয়াল নেই, এমনটা করলে কিন্তু কোনো লাভ হবে না। ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে হবে।
আরো পড়ুন : বিশ্ব ডায়াবেটিস দিবস আজ