
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৮:১৪ পিএম
আরো পড়ুন
কম দামের আইফোন আসছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:০০ পিএম

এবছর বাজারে আসছে নতুন তিন আইফোন। ফোন তিনটি আলাদা আলাদা স্বাতন্ত্র বহন করবে। এর মধ্যে একটি ফোন হবে বড় ডিসপ্লের এতে থাকবে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। এই ফোন তিনটির দাম হবে আগের আইফোনগুলোর চেয়ে কম।
কেজিআই সিকিউরিটিস জানিয়েছে, অ্যাপলের নতুন ফোন হবে ‘অ্যাফ্রোডেবল প্রাইজে’র।
কেজিআই আরও জানিয়েছে, অ্যাপল চাইছে ১ কোটি আইফোন বিক্রি করতে। বিশেষ করে অ্যাপলের টার্গেট ৬ ইঞ্চির আইফোন।
এই ফোনটি ফুল স্ক্রিন ডিসপ্লের। ফোনটির ডিজাইন হবে অনেকটা আইফোন এক্স-এর মতই।
নাইট টু ম্যাক এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আইফোন হবে এইট ও এইট প্লাসের চেয়ে খানিকটা কম দামে। ৬ ইঞ্চি ডিসপ্লের নতুন আইফোনের দাম হবে ৬৯৯ ডলারের চেয়েও কম।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

এবছর বাজারে আসছে নতুন তিন আইফোন। ফোন তিনটি আলাদা আলাদা স্বাতন্ত্র বহন করবে। এর মধ্যে একটি ফোন হবে বড় ডিসপ্লের এতে থাকবে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। এই ফোন তিনটির দাম হবে আগের আইফোনগুলোর চেয়ে কম।
কেজিআই সিকিউরিটিস জানিয়েছে, অ্যাপলের নতুন ফোন হবে ‘অ্যাফ্রোডেবল প্রাইজে’র।
কেজিআই আরও জানিয়েছে, অ্যাপল চাইছে ১ কোটি আইফোন বিক্রি করতে। বিশেষ করে অ্যাপলের টার্গেট ৬ ইঞ্চির আইফোন।
এই ফোনটি ফুল স্ক্রিন ডিসপ্লের। ফোনটির ডিজাইন হবে অনেকটা আইফোন এক্স-এর মতই।
নাইট টু ম্যাক এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আইফোন হবে এইট ও এইট প্লাসের চেয়ে খানিকটা কম দামে। ৬ ইঞ্চি ডিসপ্লের নতুন আইফোনের দাম হবে ৬৯৯ ডলারের চেয়েও কম।