বাংলাদেশে যাত্রীদের জন্য নতুন ফিচার চালু করলো উবার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম

বাংলাদেশে যাত্রীদের জন্য নতুন ফিচার চালু করলো উবার
অরুণিমা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাচ্ছে। তাকে বিদায় জানাতে তার মা, বাবা, বড় বোন ও দুলাভাই এয়ারপোর্টে যেতে চান। কিন্তু তাদের ব্যক্তিগত গাড়িতে সবার বসার ও অরুণিমার সব লাগেজ রাখার জায়গা হবে না। সবাই যখন ভাবছিলেন কিভাবে এয়ারপোর্টে যাওয়া যায় তখন অরুণিমার এক বন্ধু তাকে রাইডশেয়ারিং সার্ভিস ব্যবহার করার পরামর্শ দেয়।
সেজান ও তার বন্ধুরা পুরান ঢাকায় রাতে ঘুরতে যেতে চায়। বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত সেজান ও তার মেসের ছয়জন বন্ধু ভাবছিলেন কিভাবে পুরান ঢাকা যাতায়াত করা যায়। এরপর তারা যাতায়াতের জন্য রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার এর এক্সএল সার্ভিস ডাকার সিদ্ধান্ত নেয়।
অরুণিমা ও তার পরিবারের জন্য অথবা সেজান ও তার বন্ধুবান্ধবদের জন্য রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবারের এক্সএল সার্ভিস একটি সহজ সমাধান হতে পারে। এই পরিষেবা ছয়জন পর্যন্ত যাত্রীর জন্য উপযুক্ত তাই সাশ্রয়ী মূল্যে ভ্রমণের সুযোগ পাওয়া যায়। দিন বা রাতে যে কোন সময় রাইড বুক করা যায় যা এটি আরও সুবিধাজনক করে তুলেছে।
উবার সম্প্রতি যাত্রীদের জন্য রিজার্ভ নামক একটি নতুন ফিচার চালু করেছে। বর্তমানে এটি ইন্টারসিটি, প্রিমিয়ার, রেন্টাল ও এক্সএল সার্ভিসে পাওয়া যাচ্ছে। এই ফিচারের সাহায্যে আপনি সর্বোচ্চ ৩০ দিন থেকে সর্বনিম্ন ৩০ মিনিট আগে আপনার রাইড বুক করতে পারবেন।
রাইডশেয়ারিং সার্ভিস যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই এই সার্ভিস ব্যবহার করলে আপনি ও আপনার প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। এতে রয়েছে ২৪/৭ জিপিএস ট্র্যাকিং, লাইভ লোকেশন শেয়ারিং, চালকের নাম, ছবি, রেটিং, নিরাপত্তা টুলকিট, হটলাইন এবং বীমা পলিসি সহ আরও অনেক নিরাপত্তা ব্যবস্থা।