গিগাবাইটের ২৭ ইঞ্চির আইস মনিটর বাজারে, নান্দনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্স

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ এএম

ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান গিগাবাইট দেশের বাজারে ২৭ ইঞ্চির আইস মনিটর এনেছে। এটির মডেল-এম২৭কিউএ আইস।
প্রযুক্তিপ্রেমীদের জন্য এক অনন্য পছন্দ হতে পারে জানিয়ে গিগাবাইট বলছে, এই মনিটরটি ডিজাইন, পারফরম্যান্স ও সংযোগ সক্ষমতায় একধাপ এগিয়ে। গিগাবাইট এম২৭কিউএ আইস মনিটরটি সাদা রঙে পাওয়া যাবে, যা সাধারণত ব্যবহৃত কালো মনিটরের তুলনায় এক ভিন্নমাত্রার নান্দনিকতা যোগ করে। যে কোনো ডেস্ক সেটআপে সৌন্দর্য বাড়ায়।
মনিটরটি ২৭ ইঞ্চি স্ক্রিনসহ ২৫৬০x১৪৪০ (কিউএইচডি) রেজুলেশন সমর্থন করে। এতে ব্যবহৃত হয়েছে সুপার আইপিএস (এসএস আইপিএস) প্যানেল, যা চওড়া ভিউয়িং অ্যাঙ্গেল ও উজ্জ্বল রঙ প্রদর্শন নিশ্চিত করে।
এম২৭কিউএ আইস মনিটরের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ১৮০ হার্টজ রিফ্রেশ রেট। এটি গেমিং ও দ্রুতগতির কাজের জন্য ব্যবহার করা যাবে। এছাড়া মনিটরটি এএমডি ফ্রি-সিঙ্ক প্রযুক্তি সমর্থন করে, যা গেম খেলার সময় স্ক্রিন ফাটার (টিয়ারিং) ও হোঁচট খাওয়ার (স্টাটারিং) সমস্যা দূর করে। এছাড়া, এতে এসডিআর মোডে সর্বোচ্চ ৩৫৫ নিট এবং এইচডিআর মোডে ৪৭০ নিট উজ্জ্বলতা রয়েছে, যা ছবিকে আরো উজ্জ্বল ও স্পষ্ট করে তোলে।
আরো পড়ুন: দেশে প্রথমবার পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
এম২৭কিউএ আইস মনিটরটি সংযোগের জন্য একাধিক পোর্ট সমর্থন করে। এর মধ্যে রয়েছে দুটি এইচডিএমআই ২.০ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ এবং একটি ইউএসবি-সি পোর্ট। ইউএসবি-সি পোর্টটি ডিসপ্লেপোর্ট অলটারনেট মোড ও ১০ ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি সমর্থন করে। এতে আরো রয়েছে কেভিএম (কীবোর্ড, ভিডিও, মাউস) সুইচ, যা একই মনিটর, কীবোর্ড ও মাউস ব্যবহার করে একাধিক ডিভাইসের মধ্যে সহজে সুইচ করার সুযোগ দেয়।
এই মনিটরটির বাজারমূল্য ধরা হয়েছে ৩৯ হাজার টাকা। এটি বাজারজাত করছে গিগাবাইটের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।
গিগাবাইটের দাবি, নান্দনিক ডিজাইন এবং উচ্চমানের পারফরম্যান্সের জন্য এটি প্রযুক্তিপ্রেমীদের একটি পছন্দের ডিভাইস হয়ে উঠবে।