×

তথ্যপ্রযুক্তি

বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন আনছে ইনফিনিক্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন আনছে ইনফিনিক্স

বিশ্বের সবচেয়ে স্লিম স্মার্টফোন আনছে ইনফিনিক্স

   

প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের আসন্ন হট সিরিজের স্মার্টফোনে যুক্ত করছে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন। এই আর্কিটেকচারের মাধ্যমে ইনফিনিক্স তাদের এখন পর্যন্ত সবচেয়ে স্লিম ফোনটি বাজারে নিয়ে আসতে যাচ্ছে। ব্র্যান্ডটির এই ফোনে ফ্ল্যাগশিপ পর্যায়ের পারফরম্যান্স পাওয়া যাবে। সঙ্গে থাকছে স্থায়ী, টেকসই ও চমৎকার ডিজাইন। 

থ্রিডি কার্ভড টাইটানউইং আর্কিটেকচার দুইটি উদ্ভাবনকে এক করেছে—ফেদারলাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশন। ফেদারলাইট ডিজাইন হালকা ও স্লিম ডিজাইনের ওপর গুরুত্ব দেয়। এই অত্যাধুনিক ডিজাইনে রয়েছে একটি স্লিমএজ ফ্রেম, যার মাধ্যমে পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি কার্ভড স্ক্রিন, যার পুরুত্ব মাত্র ৬.৮ মিলিমিটার।

ফোনের বিভিন্ন পার্টসের পুনর্বিন্যাস করে, ব্যাটারির ঘনত্ব বাড়িয়ে এবং উন্নত ফিচারের জন্য স্থান ব্যবহার করে এই উদ্ভাবনী ডিজাইন সম্ভব হয়েছে। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজের ফলে হট ৫০ সিরিজের আসন্ন স্মার্টফোনটিকে শক্তিশালী পারফরম্যান্স বজায় রেখেই স্লিম বানানো সম্ভব হয়েছে। স্মার্টফোনটি দেখতে ও ব্যবহারের আনন্দময়য় অভিজ্ঞতার সমন্বয়ে ব্যবহারকারীদের জন্য একটি দারুণ অনুভূতি দেবে।

অন্যদিকে, টাইটান আর্মার প্রোটেকশন এই স্লিম ডিজাইনের স্থায়িত্বের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। এর অন্যতম বৈশিষ্ট্য হলো TÜV ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা নিশ্চিত করে যে ডিভাইসটি ৬০ মাস (৫ বছর) পর্যন্ত সেরা পারফরম্যান্স এবং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য অভিজ্ঞতা বজায় রাখবে।

স্মার্টফোনটিতে আরও রয়েছে আইপি৫৪ ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এবং কর্নিং গরিলা গ্লাস, যা স্মার্টফোনটিকে দৈনন্দিন ব্যবহারে টেকসই করে তোলে। ব্যবহারকারীর হাত থেকে হঠাৎ ফোন পড়ে যাওয়া বা কঠিন পরিবেশের মধ্যে পড়লেও টাইটান আর্মার প্রোটেকশন ফোনটিকে একইভাবে শক্তিশালী ও স্টাইলিশ রাখে।

সামগ্রিকভাবে এই প্রোটেকশন স্যুট স্মার্টফোনের স্থায়িত্বের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। এটি ব্যবহারকারীদেরকে স্বাভাবিক ও কঠিন দুই পরিস্থিতিতেই টিকে থাকার মত একটি স্টাইলিশ ডিভাইসের আত্মবিশ্বাস দেয়। 

ইনফিনিক্সের এই স্লিমেস্ট স্মার্টফোনটি টাইটানউইং আর্কিটেকচারের মাধ্যমে টেকসই ও স্লিমনেসের একটি নিখুঁত ভারসাম্য প্রদান করবে। ফোনটিতে উন্নত উপকরণ, উদ্ভাবনী প্রযুক্তি ও ফিউচারিস্টিক ডিজাইনের দারুণ একটি সমন্বয় করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App