বেসিসে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত ১৮ নভেম্বর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস)
দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) প্রশাসক নিয়োগ হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১৮ নভেম্বর। আজ বুধবার (৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব (প্রতিকল্প) অমিত দেব নাথ স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।
চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে আগামী ১৮ নভেম্বর সকাল ১১টায় মহাপরিচালক, বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়ের সভাপতিত্বে শুনানী অনুষ্ঠিত হবে। উক্ত শুনানীতে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
চিঠিটি যৌথমুলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, এফবিসিসিআই সভাপতি, বেসিস সভাপতি ও বৈষম্যবিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিল ও বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের শাহাদাত হোসেন বরাবর পাঠানো হয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে। এই ধাক্কা তথ্যপ্রযুক্তিখাতের সংগঠনগুলোতেও আসে। এরই অংশ হিসাবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) থেকে পরিচালনা পর্ষদ পদত্যাগ করেন। এর মধ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এ প্রশাসক বসানো হয়েছে। তবে বেসিস থেকে শুরুর দিকে কেউই পদত্যাগ করেনি।
তবে দফায় দফায় বেসিসের প্রধান কার্যালয়ে সমন্বয়কদের তাগাদা দেয়ার পর গত ১৭ অক্টোবর 'নিজের ও পরিবারের নিরাপত্তার' কারণ দেখিয়ে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ পদত্যাগ করেন। তিনি ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৪-২৬ মেয়াদে পুনরায় বেসিসের সভাপতি নির্বাচিত হন।