×

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পিএম

ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

ডিজিটাল কমার্সের জন্য চালু হলো ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’

   

দেশের ডিজিটাল কমার্সের অগ্রযাত্রায় ভূমিকা রাখার লক্ষ্যে ডিবিআইডি (ডিজিটাল বিজনেস আইডি) ডেস্ক চালু করেছে বেসিস। বুধবার বেসিস সদস্যদের ইমেইল করে জানিয়েছে বেসিস সচিব হাশিম আহম্মদ। তিনি বলেন, বেসিস নির্বাহী পরিষদ (২০২৪-২৬) ও বেসিস সচিবালয়ের নিরলস প্রচেষ্টার ফসল হিসেবে বেসিস ১৪ অক্টোবর ২০২৪ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ডেস্ক-এর কার্যপ্রক্রিয়ার অনুমোদন পায়।

ইমেইলে জানানো হয়, বেসিসকে বাণিজ্য মন্ত্রণালয় বেসিস ডিবিআইডি (ডিজিটাল বিজনেস আইডি) ডেস্ক স্থাপন ও পরিচালনার দায়িত্ব দিয়েছে। ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’ হবে আবেদনকারীদের প্রাথমিক যোগাযোগের জায়গা, যেখান থেকে আবেদনকারীরা ডিবিআইডি আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয়তা ও প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে স্পষ্ট নির্দেশনা পাবেন। পাশাপাশি, এখানে আবেদনপত্রগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করা হবে, যা ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিলের হার হ্রাস করবে। 

বাংলাদেশের ডিজিটাল কমার্স ব্যবসা ও ই-কমার্সের ব্যাপকতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই খাতে শৃঙ্খলা আনতে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরির লক্ষ্যে ‘ডিজিটাল বিজনেস আইডেন্টিটি’ বা ডিবিআইডি পদ্ধতি চালু করে বাণিজ্য মন্ত্রণালয়। ডিবিআইডি নিবন্ধনের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, যার লক্ষ্য বাংলাদেশের বিক্ষিপ্ত ব্যবসাগুলোকে একত্রিত করে ব্যবসার তাৎক্ষণিক নিবন্ধন, বৈধতা এবং যাচাইকরণ সম্পূর্ণ করা। 

বেসিস জানিয়েছে, ডিবিআইডির প্রয়োজনীয়তা ও এর সুবিধাগুলো সম্পর্কে উদ্যোক্তাদের সচেতনতার অভাব, এবং অন্যান্য কারণে বর্তমানে ডিবিআইডি প্রাপ্তির সফলতার হার মাত্র ১৪%। উদ্ভূত পরিস্থিতিতে দেশের ডিজিটাল কমার্সের অগ্রযাত্রায় ভূমিকা রাখার লক্ষ্যে বেসিস পরিচালক বিপ্লব ঘোষ রাহুলের দিকনির্দেশনায় ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’ প্রতিষ্ঠার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একাধিক চিঠি আদান-প্রদান, মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে মিটিং আয়োজন করা হয়। 

এ বিষয়ে বিপ্লব বলেন, ১৫ জুলাই ‘বেসিস ডিবিআইডি ডেস্ক’ প্রতিষ্ঠার জন্য আমরা অনুমোদন পাই। পরবর্তীতে বেসিস ডিবিআইডি ডেস্কের কার্যপ্রক্রিয়া চূড়ান্ত করার উদ্দেশ্যে ২২ আগস্ট বেসিস অডিটোরিয়ামে একটি ‘স্টেকহোল্ডার কর্মশালা’ অনুষ্ঠিত হয়, যেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সরকারি, বেসরকারি এবং টেকনিক্যাল স্টেকহোল্ডারসহ বিভিন্ন উদ্যোক্তা এবং প্রণয়ন করা হয় বেসিস ডিবিআইডি ডেস্কের কার্যপ্রক্রিয়া। 

অন্যদিকে বেসিসের পত্র মারফত অনুরোধের প্রেক্ষিতে ‘ডিবিআইডির বিপরীতে ব্যাংকে বিজনেস অ্যাকাউন্ট খোলার অনুমোদন’-এর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ ব্যাংককে এ ব্যাপারে অনুরোধ করে একটি পত্র পাঠায়। ডিজিটাল ও এফ-কমার্সের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে অ্যাক্সেস-টু-ফাইনান্সের আওতায় আনতে ট্রেড লাইসেন্স ছাড়াই শুধুমাত্র ডিবিআইডি ব্যবহার করে বিজনেস অ্যাকাউন্ট খোলার সুবিধার ফলে ৩-৪ লাখ উদ্যোক্তা সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারবে, যা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App