×

তথ্যপ্রযুক্তি

যে কারণে প্লে স্টোর নিয়ে মামলায় হেরে গেলো গুগল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৯ এএম

যে কারণে প্লে স্টোর নিয়ে মামলায় হেরে গেলো গুগল

ছবি: সংগৃহীত

   

অ্যান্টিট্রাস্ট মামলায় পরাজয়ের পর গুগলকে তাদের প্লে স্টোরে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এবার থেকে গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম ছাড়াও তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। একই সঙ্গে ইন-অ্যাপ লেনদেনের ক্ষেত্রেও থাকবে বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুযোগ।

সোমবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো জেলা আদালতের বিচারক জেমস ডোনাটো এ আদেশ দেন। এতে বলা হয়েছে, গুগল আগামী ৩ বছরের জন্য কোনোভাবেই তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্ম ব্যবহারে বাধা দিতে পারবে না। পাশাপাশি ডিভাইস নির্মাতাদের অ্যাপ প্রি-ইন্সটল করার জন্য আর অর্থ প্রদান করা যাবে না এবং অন্য অ্যাপ ডিস্ট্রিবিউটরদের সঙ্গে প্লে স্টোরের আয় ভাগাভাগিও করা যাবে না। প্রতিবেদন দ্য গার্ডিয়ানের। 

আদেশ অনুযায়ী, গুগলকে ১ নভেম্বরের মধ্যে তাদের বিদ্যমান চুক্তি ও নীতিমালা সংশোধন করতে হবে। এছাড়া, গুগল ও এপিক গেমসকে নিয়ে ৩ সদস্যের একটি প্রযুক্তিগত কমিটি গঠন করা হবে, যারা আদেশ বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে।

এপিক গেমস ২০২০ সালে এই মামলাটি দায়ের করে, যেখানে তারা গুগলের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ ডাউনলোড ও ইন-অ্যাপ পেমেন্টের ক্ষেত্রে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে আদালত এপিক গেমসের পক্ষে রায় দেয়, যা বিচারক ডোনাটোর আদেশের ভিত্তি তৈরি করে।

গুগল অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে এবং আদেশ স্থগিতের জন্য আবেদন করতে পারে।

উল্লেখ্য, এর আগেও ওয়াশিংটনে আরেকটি মামলায় গুগলের বিরুদ্ধে ওয়েব সার্চে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগে রায় দেয়া হয়েছে। বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে আধিপত্য নিয়েও ভার্জিনিয়ার আদালতে আরেকটি মামলা চলছে।

আরো পড়ুন: ফেসবুকে নতুন মনিটাইজেশন প্রোগ্রাম

গুগল সব অভিযোগই অস্বীকার করেছে।

দ্য গার্ডিয়ান অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App