ফ্লোরা টেলিকম নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম

ফ্লোরা টেলিকম
ফ্লোরা টেলিকমের লিমিটেডের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কয়েকটি অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়েছে যা ফ্লোরা টেলিকম কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ফ্লোরা টেলিকমের বিরুদ্ধ ঢালাওভাবে অভিযোগ করা হলেও অভিযুক্তের কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে ফ্লোরা টেলিকম তাদের বক্তব্য প্রদান করেছে।
ফ্লোরা টেলিকম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা শহিদুল ইসলাম দুলাল স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়েছে, প্রকাশিত সংবাদের শুরুতে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে ফ্লোরা টেলিকমের বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। অথচ ফ্লোরা টেলিকম এখন পর্যন্ত এ সংশ্লিষ্ট প্রকল্পের পুরো পেমেন্ট পায়নি।
এছাড়া আমরা ব্যাংকের এলসির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৩৯৫টি ৭০ ইঞ্চি এলইডি টিভি র্যাংগস ইলেকট্রনিক্সের কাছে অর্ডার দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত র্যাংগস ইলেকট্রনিক্সকে চুক্তিপত্রে মাত্র ১০ দিনের মধ্যে টিভি সরবরাহ করতে বলা হলেও তারা সময়মতো টিভি সরবরাহ করেনি এবং প্রায় এক বছরেরও বেশি সময় পরে ডেলিভারি দিয়েছিল। এর ফলে পণ্য বিতরণ করতে নানান সংকট তৈরি হয়। এসব পণ্য র্যাংগস ইলেকট্রনিক্সের ৫ বছরের ওয়ারেন্টি দেয়ার কথা ছিল। অনেক আইটেম এখন ওয়ারেন্টির আওতায় না থাকায় ঠিক মত কাজ করছে না বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও র্যাংগস ইলেকট্রনিক্স এলসির বিপরীতে টাকা পরিশোধের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও ব্যাংকে সরবরাহ করেনি। ক্লায়েন্ট এখনও ফ্লোরা টেলিকমকে সম্পূর্ণ অর্থ প্রদান না করলেও বিশেষ ব্যবস্থায় নিজেদের তহবিল থেকে র্যাংগসকে প্রায় ১ কোটি টাকার ঊর্ধ্বে ফ্লোরা টেলিকম পরিশোধ করেছে। ফ্লোরা টেলিকম অবশিষ্ট টাকাও পরিশোধ করবে এ রকম প্রতিশ্রুতি র্যাংগস ইলেকট্রনিক্সকে দিয়েছে ফ্লোরা টেলিকম।
র্যাংগস অভিযোগ করেছে এবং আদালতের দ্বারস্থ হয়ে বলেছে, তাদের অবশিষ্ট (৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার) টাকা মানি লন্ডারিং করে বিদেশে পাচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও দেশের শীর্ষ একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেয়া এমন অভিযোগ অবাঞ্চকর এবং দণ্ডনীয়।