ওয়াইফাইয়ের গতি বাড়ানোর যত কৌশল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম

ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ ছিল ইন্টারনেট। গত মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে বিভিন্ন অফিসে এবং বুধবার (২৪ জুলাই) রাত থেকে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই চালু হয়। তবে ইন্টারনেট চালু হলেও এর গতি সন্তোষজনক নয়।
কীভাবে ওয়াইফাইয়ের গতি বাড়াবেন আসুন জেনে নেই কিছু কৌশল-
১. যেখানে রাউটার রয়েছে, তার কাছাকাছি বসার চেষ্টা করুন।
২. রাউটারের ফার্মওয়্যারটি আপডেট করতে পারলে ভালো হয়।
৩. ওয়াইফাইয়ের রাউটারটি খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন। তাতে সিগন্যাল জট অনেকটাই কাটবে।
৪. রাউটারের সঙ্গে ‘ব্যান্ড স্টিয়ারিং’ যুক্ত করুন। এ যন্ত্রাংশটি মূলত রাস্তার ট্র্যাফিক কন্ট্রোলের মতো কাজ করে থাকে। যাতে নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে রাউটার অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকতে পারে। তবে এ যন্ত্রটির পেছনে কিছু গচ্চা আছে।
৫. ওয়াইফাইয়ের সঙ্গে পুরোনো কোনো ডিভাইস যেন যুক্ত না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
৬. একটি রাউটারের সঙ্গে অনেক ডিভাইস যুক্ত থাকতে পারে। কিন্তু একইসঙ্গে সবকটি ডিভাইসে কাজ করলে গতিপথ শ্লথ হয়।
৭. মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে অকাজের খোলা ভিডিও বন্ধ রাখতে হবে। জুম বা স্কাইপে ভিডিও মিটিং চললেও একই রকম সমস্যা দেখা দিতে পারে। তাই অন্য কোনো উইন্ডো বন্ধ করে ভিডিও মিটিং করুন।
এ সব বিষয় মেনে চললে শুধু বর্তমান পরিস্থিতি নয় বরং সব সময়েই ওয়াইফাই ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যেতে পারে।